গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় ছাঁটাইয়ের শঙ্কায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। রোববার সকাল থেকে বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কারওয়ান বাজার এলাকায় তোপাজ ড্রেসেজ লিমিটেড কারখানার হাজারো শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি তোপাজ ড্রেসেজ লিমিটেড কারখানার মালিকানা বদল হয়েছে। নতুন আঙ্গিকে কারখানা পরিচালিত হওয়ার খবরে শ্রমিকদের মধ্যে ছাঁটাইয়ের আতঙ্ক দেখা দেয়। গত বৃহস্পতিবার তাঁরা ছাঁটাইয়ের শঙ্কায় কারখানার সামনের সড়কে অবস্থান করে নিজেদের দাবিদাওয়া পেশ করেন। সেদিন কারখানার কর্মকর্তারা শ্রমিকদের কথা দিয়েছিলেন, শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবে। কিন্তু কোনো আলোচনা না করায় রোববার শ্রমিকেরা আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে সকাল থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার শ্রমিক মোসা.

লাইলি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, নতুন মালিক এসে শ্রমিক ছাঁটাই শুরু করবে। চাকরির নিশ্চয়তার দাবিতে বাধ্য হয়ে রাস্তায় এসেছি। এ বিষয়ে শনিবার কারখানার মালিকপক্ষের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু কোনো উদ্যোগ নেয়নি।’ আরেক শ্রমিক মো. নিজাম উদ্দিন বলেন, হাজারো শ্রমিককে বঞ্চিত করে কারখানা চালালে তাঁরা মেনে নেবেন না।

তোপাজ ড্রেসেজ লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. রাসেল আহমেদ বলেন, শ্রমিকদের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। কিন্তু এখনো সমাধানে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ। শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সকাল থেকে শ্রমিকেরা রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। সড়ক থেকে সরাতে তাঁদের সঙ্গে আলোচনা চলছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ