টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ৫
Published: 23rd, February 2025 GMT
টিসিবির কার্ড নিয়ে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একপক্ষ রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা আটকা পড়ে শত শত গাড়ি। পরে সেনা সদস্যরা এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, পুঠিয়া উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল ইসলামে কাছে টিসিবি কার্ডের ভাগ চান উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবুর সমর্থক যুবদল নেতা মিঠুন। এর জের ধরে গতকাল রফিক মেম্বারের সঙ্গে মিঠুনের মারামারি হয়। এতে রফিক মেম্বার, মিঠুন, আহসানসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা রফিক ও মিঠুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা। শুরু হয় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রফিক মেম্বারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে দুই কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ ব্যর্থ হওয়ায় সেনা সদস্যরা এলে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।
বিএনপি নেতা জুম্মা বলেন, ‘তারা রফিক মেম্বারকে মারধর করেছে। আওয়ামী লীগ আমলে এক জ্বালা ছিল। এখন অনেক জ্বালা। এরা চাঁদাবাজি করবে, মাদক ব্যবসা করবে– কিছুই বলা যাবে না। রফিক মেম্বার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আইসিইউতে রেখে আসলাম।’ পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু বলেন, দুপক্ষই আমাদের শুভাকাঙ্ক্ষী ও সমর্থক। বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। পুঠিয়া থানার ওসি কবীর হোসেন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র অবর ধ উপজ ল সদস য র সমর
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।