Samakal:
2025-08-01@03:15:02 GMT

রাজনীতির বইয়ে আগ্রহ

Published: 24th, February 2025 GMT

রাজনীতির বইয়ে আগ্রহ

কিছুদিন আগেও শোনা যেত, তরুণ প্রজন্ম রাজনীতি বোঝে না। চব্বিশের গণঅভ্যুত্থান সেই ধারণা পাল্টে দিয়েছে। বইমেলায় কোন বই বেশি চলছে? গতকাল রোববার ২৩তম দিনে এ প্রশ্নের উত্তর খুঁজেছেন এই প্রতিবেদক। লেখক, পাঠক ও বিক্রয়কর্মীরা যে উত্তর দিয়েছেন, তাতে এগিয়ে রয়েছে রাজনীতি। কারণ, চলতি বইমেলায় যেসব গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধের বই ছাপা হয়েছে, এর বড় অংশ রাজনীতিকেন্দ্রিক।

শোভা প্রকাশের বিক্রয় প্রতিনিধি মেহেরুন্নেসা জানান, এবার তাদের স্টল থেকে সবচেয়ে বেশি বই বিক্রি হচ্ছে রাজনীতি ও সমকালীন প্রেক্ষাপট নিয়ে লেখা বইগুলো। তিনি বলেন, ‘পাঠকদের মাঝে রাজনৈতিক বিষয়ে আগ্রহ প্রবল। ফলে তারা বইগুলো কিনছেন ও সেগুলো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে।’

পাঠক সমাবেশের ব্যবস্থাপক সম্রাট খান লিয়ন জানান, চিরায়ত বইয়ের পাশাপাশি উপন্যাস, দর্শন, ধর্ম, ইতিহাসের বই কিনছেন পাঠকরা।
বেঙ্গল বুকসের স্টলের হিসাব ব্যবস্থাপক তৌফিক হাসান জানান, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে অনুবাদগ্রন্থ।
স্বাস্থ্যবিষয়ক বই বেশি বিক্রি হয়েছে বলে জানান ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনসের বিক্রয়কর্মী আবদুল্লাহ আল ইমরান।
স্টুডেন্ট ওয়েজের বিক্রয়কর্মী আবরার হারুণ বলেন, কাজী নজরুল ইসলাম ও আহমদ ছফার বইগুলো বাছাই করতে হয় না পাঠকদের। দেখেই নিয়ে নেন।

হকারে অতিষ্ঠ
দিন যত এগোচ্ছে, ততই যেন চুড়ি, টিপ, খাবার, ফুলের হকারদের দৌরাত্ম্য মেলায় বাড়ছে।  বিশেষত টিএসসির মেলা প্রাঙ্গণের গেট দিয়ে প্রবেশ করলে তাই মনে হয়। ভিন্ন ভিন্ন খাবারের স্টলে হঠাৎ মনে হয়, এটা বাণিজ্য মেলা। কালীমন্দিরের গেটের পাশে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঢুকতে গিয়ে ভ্রাম্যমাণ খাবারের ভ্যানগুলোর কারণে বেগ পেতে হয়। আর পুলিশ পাহারা থাকা সত্ত্বেও মেলার ভেতরে প্রচুর সংখ্যক হকার দেখা যায়।
টিএসসির গেটে বিকেল ৫টার দিকে এক শিশু মেলায় প্রবেশের সময় তার বাবাকে প্রশ্ন করে, ‘বই কোথায়? এখানে তো সব খাবার!’

নতুন বই
গতকাল মেলায় নতুন বই এসেছে ৬৭টি। এর মধ্যে উল্লেখযোগ্য– মনিরুল ইসলাম শ্রাবণের ছোট নদী ছোট ঢেউ (জ্ঞানজ্যোতি), সিদ্দিক মাহমুদুর রহমানের দি বার্ডস অ্যান্ড দি লিটল ফটোগ্রাফার (দ্বীপজ), মোজাম্মেল হক নিয়োগীর রক্তপ্রেমের গোধূলি (ভাবনা), সৈয়দ নাজমুল হাসানের ইচ্ছে ঘুড়ি (মুক্তপ্রকাশ) ও শেলী সেলিনার বই পড়ুয়া ভূত (জনতা)।

মঞ্চের আয়োজন
বিকেল ৪টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই অভ্যুত্থানে নারীরা: প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। রেহনুমা আহমেদের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশ নেন শাওলী মাহবুব।

তাসলিমা বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের আমরা দেখেছি মিছিলের সম্মুখভাগে মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে স্লোগানে সামিল হতে। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তসহ নানা পর্যায়ে নারীদের অনুপস্থিতি আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে। বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না।’
লেখক বলছি মঞ্চে আলোচনা করেন ড.

সুকোমল বড়ুয়া ও তাহমিদাল জামি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কাজী আনারকলি, মামুন সারওয়ার, আফসার নিজাম, তাসনীম মাহমুদ প্রমুখ।
সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মাহাবুবুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, সরকার আমিরুল ইসলাম প্রমুখ।

 

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল ল ইসল ম র জন ত

এছাড়াও পড়ুন:

জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ হতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যে সরকার আসুক এই সদন বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে।”  

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের রাজবাড়ি সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সমাবেশে এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর বিকল্প আমরা দেখতে চাই না। সরকার সনদের খসড়া প্রকাশ করেছে। জুলাই সনদ শুধু সংস্কার হলে হবে না, এটি কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ঐক্যমত হতে হবে।” 

আরো পড়ুন:

ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ

তিনি বলেন, “আমরা আশা করছি, ৫ আগস্টের আগেই অন্তবর্তীকালীন সরকার এবং সব রাজনৈতিক দল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবেন। আমরা সবাই মিলে আকাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের একবছর উদযাপন করতে পারব।” 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মো. মহসিন উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ।

এনসিপির পথসভাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন মোড়ে ও সমাবেশস্থলে বিপুল সংখ্যক  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। রাজবাড়ীর সড়কে বন্ধ থাকে সব ধরনের যান চলাচল। 

এর আগে, এনপিপির কেন্দ্রীয় নেতরা টাঙ্গাইলের পথসভা শেষে গাজীপুরে কালিয়াকৈরে উপজেলা হয়ে শ্রীপুর উপজেলার মাওনা যান। সেখানে বিকেলে পথসভা শেষে গাজীপুর শহরের রাজবাড়িতে আসেন তারা।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শনী
  • হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না: নাহিদ 
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • নরসিংদীতে আজ এনসিপির পদযাত্রা 
  • এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল
  • পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রজেক্ট শো
  • জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল জাবি
  • জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ 
  • নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি: নাহিদ ইসলাম