অনলাইনে চাকরির সাক্ষাৎকারের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কম্পিউটারে ক্ষতিকর ম্যালওয়্যার ছড়াচ্ছেন একদল হ্যাকার। ‘বিভারটেইল’ এবং ‘ইনভিজিবলফেরেট’ নামের ম্যালওয়্যারগুলো কাজে লাগিয়ে দূর থেকে সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছেন তাঁরা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট এক প্রতিবেদনে জানিয়েছে, এই সাইবার হামলা ‘কন্টেজিয়াস ইন্টারভিউ’, ‘ডিইভপপার’, ‘ফেমাস চোল্লিমা’, ‘পার্পলব্রাভো’ এবং ‘টেনাসিয়াস পুংসান’ নামের সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে মূলত ব্যবহারকারীদের ব্রাউজার ও পাসওয়ার্ড ম্যানেজার থেকে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং লগইন তথ্য চুরি করা হচ্ছে। ফ্রিল্যান্স সফটওয়্যার নির্মাতাদের লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে এ ধরনের সাইবার হামলা চালাচ্ছেন উত্তর কোরিয়ার হ্যাকাররা।

জানা গেছে, হ্যাকাররা ভুয়া নিয়োগকারীর প্রোফাইল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিল্যান্স অ্যাপ নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁদের কাছে গিটহাব, গিটল্যাব বা বিটবাকেটে জমা রাখা ট্রোজান ম্যালওয়্যারযুক্ত কোড পাঠান। পরে চাকরির সাক্ষাৎকারের সময় কোডগুলো কাজে লাগিয়ে বিভিন্ন গেম এবং অ্যাপ তৈরি করতে বলা হয়। কোডগুলো ব্যবহার করলেই চাকরিপ্রার্থীদের কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করতে থাকে।

আরও পড়ুনসাইবার হামলা থেকে স্মার্টফোন নিরাপদ রাখতে মানতে হবে এই ৫ নিয়ম০৭ ফেব্রুয়ারি ২০২৫

ইসেটের তথ্যমতে, বিভিন্ন ডিজিটাল মুদ্রা এবং অর্থায়ন প্রকল্পের সঙ্গে যুক্ত সফটওয়্যার নির্মাতাদের লক্ষ্য করে এ ধরনের সাইবার হামলা বেশি চালানো হচ্ছে। ফিনল্যান্ড, ভারত, ইতালি, পাকিস্তান, স্পেন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার প্রবণতা বেশি দেখা গেছে। তবে হ্যাকাররা ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেও বড় পরিসরে আক্রমণ চালাচ্ছে। আর তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সূত্র: দা হ্যাকার নিউজ

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ‘জিরো ক্লিক’ সাইবার হামলা, যেভাবে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য০৭ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে চুরির মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৩

বন্দরে বসতঘরে চুরির ঘটনার মামলার ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার ফরাজীকান্দা ছোট মসজিদ এলাকার কাজীমুদ্দিনের ছেলে সাব্বির(২২) ও একই এলাকার ইয়াজল হোসেন মিয়ার ছেলে অলিদ(৪০)। এ ব্যাপারে গৃহিনী শান্তা বেগম বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে  বন্দর থানায়  চুরির মামলা দায়ের করেন। যার নং ১(১১)২৫। 

এ ছাড়া সিরাজগঞ্জ জেলার সদর থানার জয়নগর এলাকার সিরাজুল মিয়ার ছেলে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে সন্দেহ জনক ভাবে আটক করে পুলিশ। ধৃতদের সোমবার (৩ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায়  আদালত প্রেরণ করেছে পুলিশ।

গত রোববার (২ নভেম্বর)  রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর বন্দর উপজেলা  ফরাজীকান্দা এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।

‎মামলার তথ্য সূত্রে জানা গেছে,  মামলার বাদিনী বন্দর উপজেলার ফরাজিকান্দা গ্ ছোট মসজিদস্থ তার  পিতার বাড়িতে বসবাস করে আসছে। বিবাদী একই এলাকার সম্পর্কে বাদিনী চাচাত ও ফুফাত ভাই ।

গত ৩ অক্টোবর বাদিনী নানা মৃত্যুবরন করলে বাদিনীসহ তার  পরিবারের লোকজন মুন্সিগঞ্জস্থ নানা বাড়িতে যায়। পরের দিন গত ৪ অক্টোবর বাদিনী তার পিতার বাড়িতে এসে  রুমে প্রবেশ করলে সবকিছু এলোমেলো দেখতে পায়।

সন্দেহ হলে ঘরের ভিতর তল্লাশী করিলে দেখতে পাড আমাদের দুটি এড্রয়েট মোবাইল সেট,মাটির ব্যাংকে রক্ষিত ১০ হাজার টাকা,দামী ব্রান্ডের ব্লুটোথসহ কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায় ।

ঘরের বিভিন্ন স্থানে খোজ করিয়াও বর্নিত মালামালের কোন সন্ধান পাওয়া যায় নাই। বিবাদীরা ইতিপূর্বেও আমার বাড়িতে চুরি করেছিল এবং আমাদের প্রতিবেশিরা আমাদের অনুপস্থিতিতে বাড়ির চারপাশে ঘুরাঘুরি করতে দেখেছে বলে জানায়।

‎‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।  এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলার সদর থানার জয়নগর এলাকার সিরাজুল মিয়ার ছেলে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে সন্দেহ জনক ভাবে আটক করে। পরে আটককৃতকে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।  

সম্পর্কিত নিবন্ধ