অনলাইনে চাকরির সাক্ষাৎকারের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কম্পিউটারে ক্ষতিকর ম্যালওয়্যার ছড়াচ্ছেন একদল হ্যাকার। ‘বিভারটেইল’ এবং ‘ইনভিজিবলফেরেট’ নামের ম্যালওয়্যারগুলো কাজে লাগিয়ে দূর থেকে সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছেন তাঁরা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট এক প্রতিবেদনে জানিয়েছে, এই সাইবার হামলা ‘কন্টেজিয়াস ইন্টারভিউ’, ‘ডিইভপপার’, ‘ফেমাস চোল্লিমা’, ‘পার্পলব্রাভো’ এবং ‘টেনাসিয়াস পুংসান’ নামের সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে মূলত ব্যবহারকারীদের ব্রাউজার ও পাসওয়ার্ড ম্যানেজার থেকে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং লগইন তথ্য চুরি করা হচ্ছে। ফ্রিল্যান্স সফটওয়্যার নির্মাতাদের লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে এ ধরনের সাইবার হামলা চালাচ্ছেন উত্তর কোরিয়ার হ্যাকাররা।

জানা গেছে, হ্যাকাররা ভুয়া নিয়োগকারীর প্রোফাইল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিল্যান্স অ্যাপ নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁদের কাছে গিটহাব, গিটল্যাব বা বিটবাকেটে জমা রাখা ট্রোজান ম্যালওয়্যারযুক্ত কোড পাঠান। পরে চাকরির সাক্ষাৎকারের সময় কোডগুলো কাজে লাগিয়ে বিভিন্ন গেম এবং অ্যাপ তৈরি করতে বলা হয়। কোডগুলো ব্যবহার করলেই চাকরিপ্রার্থীদের কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করতে থাকে।

আরও পড়ুনসাইবার হামলা থেকে স্মার্টফোন নিরাপদ রাখতে মানতে হবে এই ৫ নিয়ম০৭ ফেব্রুয়ারি ২০২৫

ইসেটের তথ্যমতে, বিভিন্ন ডিজিটাল মুদ্রা এবং অর্থায়ন প্রকল্পের সঙ্গে যুক্ত সফটওয়্যার নির্মাতাদের লক্ষ্য করে এ ধরনের সাইবার হামলা বেশি চালানো হচ্ছে। ফিনল্যান্ড, ভারত, ইতালি, পাকিস্তান, স্পেন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার প্রবণতা বেশি দেখা গেছে। তবে হ্যাকাররা ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেও বড় পরিসরে আক্রমণ চালাচ্ছে। আর তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সূত্র: দা হ্যাকার নিউজ

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ‘জিরো ক্লিক’ সাইবার হামলা, যেভাবে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য০৭ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ডেস্ক চালু করল বেসিস

বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতা আরও বাড়াতে কোরিয়া ডেস্ক চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ মঙ্গলবার বেসিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বেসিস-কোরিয়া ডেস্কের উদ্বোধন করা হয়। এর আগে আমেরিকা ও জাপান ডেস্কও চালু করেছে বেসিস।

অনুষ্ঠানে জানানো হয়, দক্ষিণ কোরিয়া উদ্ভাবনমুখী ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দেশ। আর তাই দেশটিতে বাংলাদেশের আইসিটি খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। কোরিয়া ডেস্কের মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো সহজেই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মো. তৈয়বুর রহমান, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, বাংলাদেশ-কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সভাপতি শাহাব উদ্দিন খান ও বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস।

শীষ হায়দার চৌধুরী বলেন, দক্ষিণ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও শক্তিশালী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) কৌশলগত সহযোগিতার জন্য একটি আদর্শ মডেল তৈরি করেছে। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার উদ্ভাবনী প্রবৃদ্ধির সঙ্গে সমানতালে এগিয়ে যেতে প্রস্তুত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বেসিস কোরিয়া ডেস্কের মাধ্যমে উভয় দেশ একসঙ্গে ডিজিটাল অর্থনীতির বিশাল সুযোগ কাজে লাগাতে পারবে, যা পারস্পরিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, ‘বেসিস-কোরিয়া ডেস্ক আইসিটি সেক্টরে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের একটি মাইলফলক। এই উদ্যোগ দুই দেশের তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারকরণ ও ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি আত্মবিশ্বাসী।

বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম বলেন বেসিস কোরিয়া ডেস্ক বাংলাদেশি এবং কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করবে। বেসিস কোরিয়া ডেস্কের যাত্রা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করতে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

সম্পর্কিত নিবন্ধ

  • দ্বিপাক্ষিক কাজ করবে বেসিস-কোরিয়া
  • বৈদেশিক ব্যবসায় কাজ করবে বেসিস-কোরিয়া
  • বৈদেশিক ব্যবসায় বেসিস-কোরিয়া ডেস্ক
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ডেস্ক চালু করল বেসিস