ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন তাঁর সহকর্মীরা। তবে পুলিশ বলছে, নিহত ব্যক্তির স্বামীর দেওয়া তথ্য অনুসারে এটি সড়ক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, ওই মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার সকাল আটটার দিকে কারখানাসংলগ্ন বারইপাড়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক  অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। আড়াই ঘণ্টা পর সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত সুবর্ণা আক্তার (৩৫) আশুলিয়ার বারইপাড়া এলাকায় ভাড়া বাসা থাকতেন। তিনি স্থানীয় তৈরি পোশাক কারখানা তানজিলা টেক্সটাইল লিমিটেডের শ্রমিক ছিলেন। তাঁর স্বামীর নাম মো.

সুমন।

মো. সুমন প্রথম আলোকে বলেন, ‘ওর (সুবর্ণার) এক বান্ধবী বলছে, রাতে কাজ শেষ করে দুজন একলগে বের হয়। বান্ধবী হেঁটে যাচ্ছিল। আর সে মাহিন্দ্র গাড়িতে উঠে। পরে সড়ক থেকে এক ভ্যানওয়ালা (চালক) তাকে একটি হাসপাতালে নেয়। ওই হাসপাতাল থিকা পরে কুমুদিনী হাসপাতালে নিই। সেখানকার ডাক্তার ঢাকা মেডিকেলে নিতে বলে। ঢাকা মেডিকেলে নেওয়ার সময় রাস্তায়ই মারা গেলে লাশ নিয়া ফিরে আসি।’

কুমুদিনী হাসপাতালের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অনিমেষ ভৌমিক জানান, আজ ভোর ৪টার দিকে তাঁকে (সুবর্ণা) হাসপাতালে আনা হয়। তাঁর মাথার পেছনের দিকে আঘাত ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আজ সকাল সাড়ে ৭টার দিকে সুবর্ণার লাশ তানজিলা টেক্সটাইলের কারখানায় আনা হয়। আটটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক নারী শ্রমিক প্রথম আলোকে বলেন, ‘ওভারটাইম শেষে রাত ২টার সময় ছুটি দিলে সে (সুবর্ণা) বের হয় যায়। পরে শুনেছি, বাসায় যাওয়ার সময় তাঁকে ছিনতাইকারীরা ধরছে। সঠিক ঘটনা আমরা জানি না। সকালে কারখানার পোলাপান সড়ক অবরোধ করছে।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক অবরোধকারী শ্রমিকেরা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। কেউ বলেছেন ছিনতাইকারীরা তাঁকে (সুবর্ণা) মেরে ফেলেছেন। কেউ বলছেন, তাঁকে জঙ্গলে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু নিহত ব্যক্তির স্বামী জানিয়েছেন ওই নারী মাথার পেছনে থেঁতলানো ও একটি পা ভেঙে থেঁতলে গেছে। এতে প্রাথমিকভাবে মনে হচ্ছে সড়কে গাড়িচাপায় তিনি নিহত হয়েছেন।’

শ্রমিকদের বরাত দিয়ে এসআই আনোয়ার হোসেন আরও বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে কারখানা ছুটির পর সুবর্ণা বাসার উদ্দেশে রওনা হন। গাড়ি থেকে বারইপাড়া বাসস্ট্যান্ডে নামার কথা থাকলেও তিনি ভুলে নন্দন পার্ক এলাকায় চলে যান। ফেরার পথে তিনি হয়তো গাড়িচাপায় মারা গেছেন। প্রথমে তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সুবর্ণা কীভাবে নিহত হয়েছেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ১০টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সড়ক অবর ধ সড়ক থ ক স বর ণ প রথম

এছাড়াও পড়ুন:

অনুমোদনের প্রথম দিন সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ

দীর্ঘ ৯ মাস পর শনিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু প্রথম দিন কোনো জাহাজ সেন্ট মার্টিনে না যাওয়ার কারণে পর্যটকেরা দ্বীপে যেতে পারেননি। হাজারো পর্যটক সেন্ট মার্টিনে যেতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। অন্যদিকে জাহাজমালিকেরা বলছেন, সরকারের বিভিন্ন শর্তের কারণে পর্যটকদের আগ্রহ না থাকায় জাহাজ চলাচল বন্ধ ছিল।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে সরকারের কোনো বাধা নেই। লিখিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে দিনে গিয়ে দিনেই চলে আসতে হবে; রাতে থাকা যাবে না।

এদিকে রাতে থাকার সুযোগ না থাকায় পর্যটকেরা যেতে আগ্রহী হচ্ছেন না। কারণ, দীর্ঘ সময় ভ্রমণ করে দ্বীপে গিয়ে আবার সেদিনই চলে আসতে হবে। এ কারণে জাহাজমালিকেরাও জাহাজ চালাতে অনীহা প্রকাশ করছেন। তাঁদের দাবি, দিনে গিয়ে দিনে ফিরে আসার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, জাহাজমালিকেরা যদি জাহাজ চলাচল বন্ধ রাখেন, সেটা তাঁদের ব্যাপার। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।

শাহিদুল আলম বলেন, আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করবে।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ ছেড়ে গেলে সেন্ট মার্টিন পৌঁছাতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগে। ফলে পর্যটকেরা কিছুই ঘুরে দেখতে পারবেন না। দিনে গিয়ে দিনে ফিরে আসা যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যবসার জন্যও তা অলাভজনক। এ কারণেই অনেক পর্যটক সেন্ট মার্টিন যেতে অনীহা প্রকাশ করেছেন।

হোসাইন ইসলাম আরও বলেন, রাতযাপন করার সুযোগ না থাকলে সেন্ট মার্টিনের পর্যটন মৌসুম জমে না। পর্যটকেরা রাতের সৈকত দেখতে চান, ঢেউয়ের শব্দ শুনতে চান। সেটাই তো সেন্ট মার্টিনের আসল আকর্ষণ।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনসেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা উঠছে কাল, তবে জাহাজ চলবে কি৩১ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ