‌‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’ বলা যেতে পারে, একটি প্রথাবিরোধী বিতর্ক বিষয়ক বায়োফিকশন। এই ফিকশনের মূল চরিত্র বাংলাদেশের একটি জেলা শহরে বেড়ে ওঠা এক স্বপ্নাতুর কিশোর। শহরের ভেতর দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। সেখানে রয়েছে নাগরিক সুযোগ-সুবিধা, একই সাথে আছে গ্রামের সহজিয়া জীবনবোধ। ইলেকট্রিসিটি চলে গেলে অজানা গন্তব্য থেকে আলো হাতে ছুটে আসে অগণিত জোনাকি। শহরটিতে রয়েছে নদীর মতোই বহমান সাংস্কৃতিক জীবন। অনেকটা নিভৃতে, এই শহর কিশোরটিকে স্বপ্ন দেখায়। 

১৯৯০-এর দশকের বাংলাদেশে বিতর্কের যে ধারা জনপ্রিয়তা পায়, তা পরবর্তীকালে ক্রমশই বদলে যেতে থাকে। দেখা যায়, ছোট্ট এক মফস্বল শহর থেকে বিশ্ববিদ্যালয়ে এসে কিশোরটি বিতর্কচর্চার বিরাট এক বর্ণিল জগতকে খুঁজে পায়। এবং সে অজস্র স্বপ্নের ভেতর দিয়ে নিজেকেই অতিক্রম করতে থাকে; দেখা পায় দিগন্তরেখার। বিশ্ববিদ্যালয়ে এসে ছেলেটির প্রেম হয়, জীবনে আসে ঝকঝকে স্বপ্নাচ্ছন্ন এক তরুণী। কিন্তু বিতর্কের নেশা তার ব্যক্তিজীবনকে এক জটিল বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। 

এই বায়োফিকশন আসলে নব্বইয়ের দশকে বেড়ে ওঠা বিতর্ক অন্তঃপ্রাণ এক তরুণের প্রাপ্তি-অপ্রাপ্তির গাঁথা। তবে মোটাদাগে এই  স্মৃতিগদ্যের ভেতর দিয়ে ২০২৫ কিংবা অনাগত সময়ের কোন কিশোর বা তরুণ বিতর্কের মৌলিক দর্শনকে জীবনে অনুবাদ করতে সক্ষম হবে। বইটির লেখকের অন্তত এমনটাই প্রত্যাশা। বইটি পাওয়া যাবে এবারের বইমেলার ৪৮০-৪৮২ নম্বর স্টলে।

‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’ বইটির লেখক বুলবুল হাসান। তিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি। ১৯৯০-এর দশকের দ্বিতীয়ার্ধে তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় ও টেলিভিশন বিতর্কসহ জাতীয় পর্যায়ে একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন, নেতৃত্ব দেন। ২০০০ সালে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একুশতম বিশ্ববিতর্ক প্রতিযোগিতায় তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়াও লন্ডন স্কুল অব ইকোনোমিক্স (এলএসই) ডিবেটিং সোসাইটির সদস্য ছিলেন তিনি। বিচারক হিসেবে অংশ নিয়েছেন মর্যাদাপূর্ণ কেমব্রিজ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়।

বুলবুল হাসান তার দীর্ঘ ও বিস্তৃত অভিজ্ঞতায় বিতর্কের প্রথাগত সাফল্যকে স্পর্শ করেছেন বহুমাত্রিক ব্যঞ্জনায়। কিন্তু ঐ সমস্ত বৈষয়িক প্রাপ্তি কিংবা সফলতার স্বীকৃতিকে কখনোই বড়ো করে দেখতে চান নি তিনি। সর্বাগ্রে প্রাধান্য দিতে চেয়েছেন বিতার্কিকের সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে। সে লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই তরুণ বয়সে ছুটে বেড়িয়েছেন প্রান্তিক জনপদে। যে জনগোষ্ঠী সাধারণত থাকে পাদপ্রদীপের আড়ালে, সেই মানুষদেরকে, কিশোর ও তরুণদেরকে নিয়ে তিনি গড়ে তুলতে চেয়েছেন যুক্তিবাদী এক প্রজন্ম। শহুরে তারণ্যের একমুখী ভাবনার বিপরীতে অন্তর্ভুক্তিমূলক বুদ্ধিবৃত্তিক ভাবাবেগকে জাগিয়ে তুলতে চেয়েছেন। 

বিতর্কের ব্যপ্তি বা প্রভাব বলয়কে তিনি গভীরভাবে উপলব্ধি করতে পারতেন। সেই অনুভবের তীব্র আকুতি নিয়ে তিনি দেশজুড়ে চালু করেছিলেন বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি 'বিডিএফ স্কুল অব ডিবেট', জাতীয় পর্যায়ে বিতর্ক বিষয়ক প্রথম নিয়মিত প্রকাশনা 'সংলাপ'-এর আত্মপ্রকাশ ঘটে তাঁর হাত ধরেই। এছাড়া সমাজের ডমিনেন্ট ডিসকোর্স নিয়ে নিয়মিত পলিসি বিতর্ক, গোলটেবিল আলোচনা, এমনকি গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের নিয়ে নির্বাচনী বিতর্কেরও উদ্যোগ গ্রহণ করেন তিনি। 

গত দুই দশক ধরে বুলবুল হাসান লন্ডনে সাংবাদিকতা করছেন। থিয়েটারের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় নাটক লিখছেন নিয়মিত। সাংবাদিকতার অভিজ্ঞতার পাশাপাশি বৃটিশ গণতান্ত্রিক সংস্কৃতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। লেখকের ভাষ্যমতে, প্রাচ্য ও প্রতীচ্যের অভিজ্ঞতায় ভর করে বিতর্কের আধার ও আধেয়কে ভিন্ন আলোয় ব্যাখ্যা করবার একটি প্রয়াস 'অন্তহীন বিতর্কযাত্রা'। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল ফ কশন

এছাড়াও পড়ুন:

এআই খাতের অনেক বিনিয়োগই ব্যর্থ হতে পারে, আশঙ্কা বিল গেটসের

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, বিশ্ব বর্তমানে একটি এআই বুদ্‌বুদের মধ্যে রয়েছে। বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ দশকের শেষ দিকের ডটকম বুদ্‌বুদ বা বুমের সঙ্গে তুলনা করে এআই খাতের অনেক বিনিয়োগই ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে। মেসেজিং অ্যাপ থেকে শুরু করে ব্রাউজার বা কোডিং করার জন্য নানা ধরনের এআই টুল আছে। প্রতিটি প্ল্যাটফর্মেই এখন কোনো না কোনো রূপে এআই ব্যবহার করা যাচ্ছে। আর তাই ওপেনএআই, পারপ্লেক্সিটি বা অ্যানথ্রোপিকের মতো এআই প্রতিষ্ঠানগুলোয় শত শত কোটি ডলার বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিল গেটস এই অবস্থাকে ডটকম বুদ্‌বুদের মতো একটি এআই বুদ্‌বুদ মনে করছেন।

বিল গেটস বলেন, ‘আমরা বর্তমানে একটি এআই বুদ্‌বুদে রয়েছি। এই পরিস্থিতি কোনো কাল্পনিক বিষয় নয়। এআই বুদ্‌বুদ ১৯৯০ দশকের শেষের দিকে ডটকম ধসের আগে প্রযুক্তিশিল্প যেমন অবস্থায় ছিল, তেমন। ১৯৯০ দশকের শেষের দিকে ডটকম বুমের ফলে বেশ কয়েকটি ইন্টারনেট প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়। ফলে ২০০০ সালে ডটকমে ধস নেমে আসে। কিছু প্রতিষ্ঠান তখন সফল হয়েছিল, কিন্তু পুঁজি নষ্ট করা বহু প্রতিষ্ঠান ছিল।

বিল গেটসের আগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানও এআই ভবিষ্যতে একটি বুদ্‌বুদ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। বিনিয়োগকারীরা এআই নিয়ে অতিরিক্ত উত্তেজিত হচ্ছেন বলেও মনে করেন তিনি। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও এ বছরের শুরুতে এআই বুদ্‌বুদ হতে পারে বলে জানিয়েছিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত নিবন্ধ

  • এআই খাতের অনেক বিনিয়োগই ব্যর্থ হতে পারে, আশঙ্কা বিল গেটসের