সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা নিয়ন্ত্রণে প্রশাসনের শক্ত পদক্ষেপ এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে মিছিল বের করেন। মিছিলটি পুরা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে।

সেখান থেকে ঢাকা-পাবনা মহাসড়ক ধরে ক্যালিকো কটন মিলের ঘুরে পুনরায় প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ধর্ষণ, চুরি-ডাকাতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

অবরোধ চলাকালে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব সিজান বলেন, “সারাদেশে উদ্বেগজনক হারে হত্যা, ধর্ষণ, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, হত্যা, ধর্ষণ, রাহাজানির বিরুদ্ধে সবাই নিজেদের জায়গা থেকে সোচ্চার হন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে এগুলোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সবাই এর প্রতিবাদ করুক।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা যে চেয়ারে বসে আছেন, সেটা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু আমরা আজ চোখের সামনে আমাদের মা-বোনদের ধর্ষণ হতে দেখছি, প্রতিদিন ডাকাতি হতে দেখছি। সারাদেশে আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসে থাকার অধিকার রাখেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, “আমরা চাই, আমাদের মা-বোনেরা সবসময় যেন নিরাপদ থাকে। তারা যেন তাদের সম্ভ্রম নিয়ে চিন্তিত না থাকে। আমরা চব্বিশের বিপ্লব ঘটিয়েছি মা বোনের সম্ভ্রমহানির জন্য নয়। যে ধর্ষণ করবে আইন পাশ করার মাধ্যমে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।”

ঢাকা/আতিক/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ