হত্যা-ধর্ষণের প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Published: 24th, February 2025 GMT
সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা নিয়ন্ত্রণে প্রশাসনের শক্ত পদক্ষেপ এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে মিছিল বের করেন। মিছিলটি পুরা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে।
সেখান থেকে ঢাকা-পাবনা মহাসড়ক ধরে ক্যালিকো কটন মিলের ঘুরে পুনরায় প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ধর্ষণ, চুরি-ডাকাতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
অবরোধ চলাকালে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব সিজান বলেন, “সারাদেশে উদ্বেগজনক হারে হত্যা, ধর্ষণ, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, হত্যা, ধর্ষণ, রাহাজানির বিরুদ্ধে সবাই নিজেদের জায়গা থেকে সোচ্চার হন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে এগুলোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সবাই এর প্রতিবাদ করুক।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা যে চেয়ারে বসে আছেন, সেটা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু আমরা আজ চোখের সামনে আমাদের মা-বোনদের ধর্ষণ হতে দেখছি, প্রতিদিন ডাকাতি হতে দেখছি। সারাদেশে আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসে থাকার অধিকার রাখেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, “আমরা চাই, আমাদের মা-বোনেরা সবসময় যেন নিরাপদ থাকে। তারা যেন তাদের সম্ভ্রম নিয়ে চিন্তিত না থাকে। আমরা চব্বিশের বিপ্লব ঘটিয়েছি মা বোনের সম্ভ্রমহানির জন্য নয়। যে ধর্ষণ করবে আইন পাশ করার মাধ্যমে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।”
ঢাকা/আতিক/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে