সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামির জামিন নামঞ্জুর
Published: 24th, February 2025 GMT
শরীয়তপুরে দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা এবং আরও তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন জামিন আবেদন খারিজ করে নুরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক প্রধান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ছয়জনকে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলেন। এ ঘটনাটি দৈনিক সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে ‘দৈনিক গহিনের সংবাদ’ নামে একটি অনলাইন পোর্টালে চিকিৎসকের পক্ষে একটি প্রতিবেদন করেন নুরুজ্জামান শেখ। এ নিয়ে ২ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ৩ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে দৈনিক সমকালের জেলা কার্যালয়ের সামনে সাংবাদিক সুজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখ, পালং মেডিকেল সেন্টারের মালিক ইব্রাহিম মোল্লা, তাঁর ছেলে জিহাদ মোল্লাসহ ১০-১২ জন অংশ নেন। হামলাকারীরা সুজনকে ছুরি ও হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তাঁর বাম কানে হাতুড়ি এবং পিঠের ডান পাশে ছুরির আঘাত লাগে। তাঁকে বাঁচাতে গিয়ে নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস এবং দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশও হামলার শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। আহত চার সাংবাদিককে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। যেখানে গুরুতর আহত সুজনকে ভর্তি করা হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় সুজন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা দায়ের করেন।
সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত প্রধান আসামি নুরুজ্জামান শেখের জামিন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি পাঁচ আসামিকে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত ৫০০ টাকা মুচলেকায় জামিন দেওয়া হয়।
মামলার পরও আসামিরা জনসমক্ষে ঘুরে বেড়িয়েছে, অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে জানিয়ে সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, ‘আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার আশা করছি। নুরুজ্জামানের কঠোর শাস্তি চাই এবং অন্য আসামিদেরও আইনের আওতায় আনা হোক। যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে সাংবাদিক সমাজ সত্য প্রকাশের সাহস হারাবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ওপর
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক