সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন রোনালদোর ‘তত্ত্বাবধায়ক’ দাবি
Published: 25th, February 2025 GMT
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও গত ডিসেম্বরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেন। এখনো দিন-তারিখ ঘোষণা করা না হলেও নিজেদের মতো করে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন রোনালদোসহ সংশ্লিষ্টরা।
এরই মধ্যে অবশ্য সিবিএফের নির্বাচনী কাঠামো, প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন রোনালদো। শুধু এটুকুই নয়, নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য ফিফা, কনমেবল, স্টেট ফেডারেশন এবং সিরি ‘আ’ ও সিরি ‘বি’র দলগুলোকে একটি চিঠিও দিয়েছেন তিনি।
নিজের লেখা চিঠিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন রোনালদো লিখেছেন, ‘আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে সিবিএফের আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু আমি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তার অভাব নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, যা কি না নির্বাচনের নিরপেক্ষতা ও বৈধতার সঙ্গে আপস করতে পারে। সৎ নির্বাচনে অবদান না রাখার পাশাপাশি এই মডেল বিকল্প প্রার্থীর উত্থানকেও কঠিন (সম্ভবত অসম্ভবও) করে তুলবে।’
আরও পড়ুনপ্রেসিডেন্ট হয়ে ব্রাজিলের ফুটবলকে চূড়ায় ফেরাতে চান রোনালদো ১৭ ডিসেম্বর ২০২৪রোনালদো চিঠিতে আরও যোগ করেন, ‘এটা স্পষ্ট যে বর্তমান আইনের অধীনে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের হাতে পুরো প্রক্রিয়ার ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে। যা আমাদের সুষ্ঠ ও সমতাভিত্তিক প্রতিযোগিতার শর্ত থেকে দূরে সরিয়ে দেয়।’
চিঠিতে ফিফা এবং কনমেবলকে নির্বাচন তদারকি করার অনুরোধও জানিয়েছেন রোনালদো। ‘দ্য ফেনোমেনন’খ্যাত বিশ্বকাপজয়ী এই তারকা লিখেছেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার অধিকতর স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা নিশ্চিত করতে আমি অনুরোধ করছি ফিফা এবং কনমেবল যেন সরাসরি এই নির্বাচনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে।’
কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিও.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে