টঙ্গীতে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
Published: 25th, February 2025 GMT
গাজীপুরে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুর’–এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মুহাম্মদ মহসিন উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ ব্যাপক হারে বেড়েছে। ছিনতাইকারীর ভয়ে সন্ধ্যার পর মানুষ রাস্তাঘাটে বের হতে পারছেন না। চলতি পথে ধর্ষণের শিকার হচ্ছেন কারও মা, কারও বোন। রাস্তাঘাটে চলছে দেদার চাঁদাবাজি। কিন্তু সরকার এসব পরিস্থিতি মোকাবিলায় বা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। তাই তাঁরা বাধ্য হয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমেছেন। এরপরও দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
মহসিন উদ্দিন বলেন, ‘আমরা শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। কোনো রকম ধর্ষক, ছিনতাইকারী বা চাঁদাবাজের জায়গা এই বাংলাদেশে হবে না; এই গাজীপুরে হবে না। যদি প্রয়োজন হয়, আমরা আরও দুই হাজার জীবন দেব। তবু বাংলাদেশকে ধর্ষক, ছিনতাইকারী বা চাঁদাবাজের হাত থেকে মুক্ত করে ছাড়ব। আমরা চাই, মানুষের নিরাপত্তা। নিরাপত্তা নিশ্চিত না হলে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//