২০১৯ সালের ডিসেম্বরে নেপালে হয়েছিল সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমস। পরের আসরটা হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নানা কারণে পাকিস্তান গেমসটা আয়োজন করতে পারছিল না। গেমসটা যেন চলে গিয়েছিল হিমাগারে।

এসএ গেমস নামে পরিচিতি পাওয়া এই গেমস দীর্ঘ ৫ বছর পর অবশেষে পাকিস্তানেই হতে যাচ্ছে। আজ লাহোরে সদস্যদেশগুলোর এক সভায় ঠিক হয়েছে, আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে গেমসটা হবে। সেটিও লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে। এই প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসটা হবে তিন শহরে। এর আগে সর্বোচ্চ দুই শহরে হয়েছে।

আরও পড়ুনবাবার ইচ্ছা পূরণের পথে তাহসিন, লক্ষ্য আন্তর্জাতিক নর্ম২২ ফেব্রুয়ারি ২০২৫

লাহোর থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজ উদ্দিন মো.

আলমগীর টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন গেমসের সর্বশেষ অগ্রগতি, ‘আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি গেমসের তারিখ চূড়ান্ত হয়েছে আজ। ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক, সাঁতার, শুটিং, কাবাডিসহ মূল ধারার খেলাগুলো আছে। ডিসিপ্লিন চূড়ান্ত হওয়ার মানদণ্ড—অন্তত চারটি দেশ অংশ নিতে হবে।’  

এসএ গেমস নিয়ে আজ বৈঠক হয় লাহোরে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ

দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।

আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫

গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ