চীনের এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম, দিনে ৯০ ডলারের সঙ্গে নানা সুযোগ
Published: 26th, February 2025 GMT
চীনের উদ্যোগে গঠিত একটি ব্যাংক হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। ব্যাংকটি ২০২৫ সালের জন্য গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম তরুণ পেশাদারদের জন্য। এশিয়ায় টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে অতুলনীয় অভিজ্ঞতা অর্জনে উৎসাহীদের জন্য এই ইন্টার্নশিপ প্রোগ্রাম একটি অনন্য সুযোগ হিসেবে দেখা হয়। আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে চীনের রাজধানী বেইজিংয়ে।
এ ইন্টার্নশিপে নানা প্রকল্পভিত্তিক কাজে শিক্ষার্থীদের যুক্ত করা হয়। ইন্টার্নরা সহযোগিতামূলক একটি প্রকল্পে জড়িত হতে পারেন, যেখানে দুই-তিনজন ইন্টার্নের দল ব্যবসায়িক বিভিন্ন চ্যালেঞ্জের জন্য সমাধান তৈরি এবং বাস্তবায়নের সুযোগ পান। হাতে–কলমে নানা অভিজ্ঞতা লাভের সুযোগ মেলে এ ইন্টার্নশিপে। চীনের এ ব্যাংকের নানা প্রকল্প, উদ্যোগ ও কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত হওয়া যায় গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে। পেশার উন্নয়ন ঘটে গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে। নানা সংস্কৃতির অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। এশিয়ায় অবকাঠামোগত অর্থায়নের অনন্য চ্যালেঞ্জ বোঝা এবং আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়নের ক্ষেত্রে এগিয়ে থাকা নেতৃত্ব এবং বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ তৈরি হয় এ ইন্টার্নশিপ প্রোগ্রামে।
আরও পড়ুনস্রেডায় ইন্টার্নশিপ, স্নাতক অথবা অ্যাপিংয়ার্ড প্রার্থীদেরও সুযোগ, মাসে ১০ হাজার টাকা২২ ঘণ্টা আগেইন্টার্নশিপের ধরন—এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকে। ১.
বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন
আবেদনকারীদের অবশ্যই চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে
পেশাদারি যোগ্যতা থাকতে হবে
যোগাযোগ, সাংগঠনিক ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পূর্ণ সময়ের মাস্টার্স বা ডক্টরেট প্রোগ্রামের শিক্ষার্থী হতে হবে
এআইআইবির প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিগ্রি অর্জন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
প্রাসঙ্গিক পেশাদারি কাজসম্পন্ন চাকরি এবং ইন্টার্নশিপে অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা মিলতে পারে, তবে এটি প্রয়োজনীয় নয়
ইংরেজিতে সাবলীল (মৌখিক ও লিখিত)।
এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’
এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।