চীনের উদ্যোগে গঠিত একটি ব্যাংক হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। ব্যাংকটি ২০২৫ সালের জন্য গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম তরুণ পেশাদারদের জন্য। এশিয়ায় টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে অতুলনীয় অভিজ্ঞতা অর্জনে উৎসাহীদের জন্য এই ইন্টার্নশিপ প্রোগ্রাম একটি অনন্য সুযোগ হিসেবে দেখা হয়। আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে চীনের রাজধানী বেইজিংয়ে।

এ ইন্টার্নশিপে নানা প্রকল্পভিত্তিক কাজে শিক্ষার্থীদের যুক্ত করা হয়। ইন্টার্নরা সহযোগিতামূলক একটি প্রকল্পে জড়িত হতে পারেন, যেখানে দুই-তিনজন ইন্টার্নের দল ব্যবসায়িক বিভিন্ন চ্যালেঞ্জের জন্য সমাধান তৈরি এবং বাস্তবায়নের সুযোগ পান। হাতে–কলমে নানা অভিজ্ঞতা লাভের সুযোগ মেলে এ ইন্টার্নশিপে। চীনের এ ব্যাংকের নানা প্রকল্প, উদ্যোগ ও কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত হওয়া যায় গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে। পেশার উন্নয়ন ঘটে গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে। নানা সংস্কৃতির অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। এশিয়ায় অবকাঠামোগত অর্থায়নের অনন্য চ্যালেঞ্জ বোঝা এবং আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়নের ক্ষেত্রে এগিয়ে থাকা নেতৃত্ব এবং বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ তৈরি হয় এ ইন্টার্নশিপ প্রোগ্রামে।

আরও পড়ুনস্রেডায় ইন্টার্নশিপ, স্নাতক অথবা অ্যাপিংয়ার্ড প্রার্থীদেরও সুযোগ, মাসে ১০ হাজার টাকা২২ ঘণ্টা আগেইন্টার্নশিপের ধরন—

এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকে। ১.

করপোরেট ইন্টার্নশিপ ও ২. গবেষণা/একাডেমিক ইন্টার্নশিপ।

ইন্টার্নশিপে আবেদনের যোগ্যতা—

বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন

আবেদনকারীদের অবশ্যই চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে

পেশাদারি যোগ্যতা থাকতে হবে

যোগাযোগ, সাংগঠনিক ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পূর্ণ সময়ের মাস্টার্স বা ডক্টরেট প্রোগ্রামের শিক্ষার্থী হতে হবে

এআইআইবির প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিগ্রি অর্জন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

প্রাসঙ্গিক পেশাদারি কাজসম্পন্ন চাকরি এবং ইন্টার্নশিপে অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা মিলতে পারে, তবে এটি প্রয়োজনীয় নয়

ইংরেজিতে সাবলীল (মৌখিক ও লিখিত)।

এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ড ম ক র জন য

এছাড়াও পড়ুন:

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি

আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।

ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি

জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ