২৬ বছরের সংগীত সফরে প্রথমবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছে দেশের আলোচিত ব্যান্ড অর্থহীন। একটি, দুটি নয় একক কনসার্টের সিরিজ করতে যাচ্ছে রক ঘরানার এ ব্যান্ড। ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামে এ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। এ আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
আয়োজকরা জানান, জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হচ্ছে। ২৮ তারিখ বিকেল ৪টায় দর্শকের জন্য মিলনায়তনের গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে দর্শক এ আয়োজন উপভোগ করতে পারবেন।
এদিকে মজার একটি ভিডিওর মাধ্যমে এ কনসার্টের ঘোষণা দিয়েছেন অর্থহীন ব্যান্ডের সদস্যরা। ভিডিওতে দেখা গেছে, অর্থহীনের তিন সদস্য এক জায়গায় বসে আছেন। তাদের মধ্যমণি ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেইজ গিটারিস্ট সুমন একটি ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত। এরপর সুমন দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলা শুরু করলেন, ‘হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আপনাদের সামনে এসেছি বড় একটা অ্যানাউন্সমেন্ট দিতে। ইউএলএ আমরা সব অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে এ কথাটাই বলি। কিন্তু আজকের অ্যানাউন্সমেন্টটা একটি ভিন্নধর্মী; সেটা হচ্ছে, এ মাসের ফেব্রুয়ারির ২৮ তারিখ আইফোন সিক্সটিন-ই রিলিজ হতে যাচ্ছে।’
সুমনের মুখে এ কথা শোনার পর পাশে বসে থাকা অর্থহীনের দুই সদস্য একটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। ব্যান্ডের ড্রামার মার্ক ডন তখন কানে কানে এসে বলেন, ‘সুমন ভাই, এটা তো আমাদের শোয়ের প্রমোশনাল ভিডিও। সুমন তখন জানাতে চাইলেন, ‘আইফোন না কি যেন কালকে তাইতে কী কইলো।’ মার্ক তখন বললেন, ‘আইফোন ওটা তো অ্যাপল বের করছে, আমরা তো অর্থহীন।’
এ কথা শোনার পর সুমন হেসে ফেলে ক্যামেরা কাট কারতে বললেন। ক্যামেরাম্যানকে এও জানালের, এই অংশটুকু যেন ভিডিওতে না রাখা হয়। পাশে থাকা এহতেশামকে ও বললেন, ‘আসল কথাটা মনে করাইয়া দিবা না।’
শুনে হেসে ফেলেন এহতেশামও। এরপরই সুমনের পক্ষ থেকে আসে আসল ঘোষণা। জানান, প্রথমবারের মতো অর্থহীন একক কনসার্ট করতে যাচ্ছে। যার শিরোনাম ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। এত বছরের সংগীত সফরে এই প্রথম তারা এককভাবে কোনো আয়োজনে অংশ নিচ্ছে, যেটি হতে যাচ্ছে তাদের একটি সিরিজ কনসার্ট। ঢাকা এবং ঢাকার বাইরে ধারাবাহিকভাবে এই আয়োজন হবে।
এই সিরিজ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। ঢাকার বাইরে এবং পুনরায় এ সিরিজের বাকি কনসার্টগুলোর ঘোষণাও নির্দিষ্ট সময়ে দেওয়া হবে বলে জানান অর্থহীন ব্যান্ডের শিল্পী ও বেজবাবাখ্যাত গিটারিস্ট সুমন।
প্রসঙ্গত, ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম আয়োজন শুরু করেছেন অর্থহীন সদস্যরা। নতুন লাইনআপের পাশাপাশি অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি। বর্তমানে ব্যান্ডে আছেন বেজ গিটারিস্ট সুমন, ড্রামার মার্ক ডন ও লিড গিটারিস্ট এহতেশাম আলী মঈন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কনস র ট কনস র ট র প রথম সদস য
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল