সাবেক ওসি আশরাফসহ ৪ পুলিশ সদস্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
Published: 27th, February 2025 GMT
গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিনসহ চার পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গাজী মনোয়ার হোসেন জানিয়েছেন, গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হৃদয় হত্যাসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে: এস জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে যাঁরা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছেন, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুনআগ বাড়িয়ে উসকানিমূলক পদক্ষেপ নেবে না পাকিস্তান: ইসহাক দার১১ ঘণ্টা আগেএদিকে পেহেলগামে হামলার ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। ঘটনার পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় উভয় দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি প্রতিশোধমূলক কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে।
এমন পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান কূটনীতিক এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, গতকাল বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা পেহেলগামে হামলার বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে জয়শঙ্কর বলেন, এ হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের বিচার হতেই হবে।
রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও কথা বলেছেন। যুক্তরাষ্ট্র জানায়, শাহবাজের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে’ কথা বলেন রুবিও।
আরও পড়ুনপাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ১২ ঘণ্টা আগেভারতীয় সেনাবাহিনী জানায়, কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে কার্যত সীমান্ত হিসেবে ব্যবহৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গতকালও রাতভর ভারত ও পাকিস্তানের সেনারা গোলাগুলি করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে সেনাবাহিনীকে হামলার জবাব দেওয়ার জন্য স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়েছেন বলে একটি ঊর্ধ্বতন সরকারি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে।
আরও পড়ুনপেহেলগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটছে ভারতীয় মুসলিমদের১৮ ঘণ্টা আগে