ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এবার তারা প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। তাও ডিপিএলে প্রোমোশন পাওয়া নতুন দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে হারিয়েছে আবাহনীকে। 

তামিম ইকবালকে অধিনায়ক করে শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে তারাও হেরেছে ১০৭ রানের বড় ব্যবধানে। ডিপিএলের চলতি মৌসুমের প্রথম দিনের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে গুলশান ক্লাব ৮ উইকটে ২৯৮ রান করে। দলটির হয়ে ১১০ বলে ১০৮ রানের ইনিংস খেলেন ২২ বছর বয়সী পেস অলরাউন্ডার ইফতেখার হোসেন ইফতি। এছাড়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ওপেনার জাওয়াদ আবরার ৮৬ বলে ৭৫ রান করেন। 

জবাবে তামিমের মোহামেডান ৪০.

২ ওভারে ১৯১ রানে অলআউট হয়। তামিম ২২ বলে ২২ রান করেন। আরিফুল ইসলাম ৭৩ রানের ইনিংস খেললেও তাকে অন্যকেউ সঙ্গ দিতে পারেননি। ইফতি বল হাতে নেন ৩ উইকেট। 

অগ্রণী ব্যাংকের বিপক্ষে আবাহনী শুরুতে ব্যাট করে ইনিংসের শেষ বলে ২৩৪ রান তুলে অলআউট হয়। ৫ ওভার থাকতে জয় তুলে নেয় অগ্রনী ব্যাংক। পারভেজ ইমন, মোসাদ্দেক হোসেন ফিফটি পেলেও ইনিংস বড় করতে পারেননি। অগ্রণী ব্যাংকের ইমরুল কায়েস ৯৪ রানের ইনিংস খেলে দলকে জেতান।

রূপগঞ্জ টাইগার্স শুরুতে ব্যাট করে ৮ বল থাকতে ২১৬ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ১১৩ রানে হারায় ৭ উইকেট। কিন্তু শামীম পাটোয়ারি ৮৩ বলে ১০টি চার ও চারটি ছক্কার শটে ৯৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জেতান। খালেদ ২৮ রান করে শামীমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের

চট্ট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই সফরকারীদের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। ৬০ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার টাইগার এই স্পিনার।

জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে ইতিবাচক শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করেন তারা। বিজয় ৩৮ এবং সাদমান ৬৬ রানে ব্যাট করছেন। ২৬ ওভারে বাংলাদেশ করে বিনা উইকেটে ১০৫ রান। এরপরই মধ্যাহ্নভোজে যায় দুই দল। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তুলতে পারল বাংলাদেশ। শুধু তাই নয় ৩২ ইনিংস পর বাংলাদেশ পেয়েছে ওপেনিং জুটিতে শতরানের জুটি। 

সাদমানের ফিফটি

সিলেট টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদমান। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ২৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। সাদমান ৫০ রানে এবং বিজয় ৩৬ রানে ব্যাট করছেন।

সাদমান-বিজয়ের জুটির ফিফটি

সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ইতিবাচক সূচনা পেয়েছে বাংলাদেশ।  ১৩.৪ ওভারে  বিনা উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা।  ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো শুরুর জুটি পেল তারা।  ভারতের বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে শেষবার ৬২ রানের জুটি গড়েছিলেন সাদমান ও জাকির হাসান।

প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন। 

দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরায় তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে প্রথম দিন বাংলাদেশের
 

সম্পর্কিত নিবন্ধ

  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের
  • সাদমানের ফিফটি
  • সাদমান-বিজয়ের জুটির ফিফটি
  • প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে