ব্যালন ডি’অর কেন বয়কট করেছেন জানালেন ভিনিসিয়ুস
Published: 4th, March 2025 GMT
গত বছর ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল। শুরুতে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর জয় নিশ্চিত মনে হলেও শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। একেবারে শেষ দিন গিয়ে জানা যায়, ভিনিসিয়ুস নন, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি।
এ খবর সামনে আসার পর ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। এবার ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অর বয়কট নিয়ে কথা বলেছেন ভিনি। বলেছেন, রিয়াল মাদ্রিদ মানা করার কারণেই সেদিন প্যারিস যাননি তিনি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল।
এই ম্যাচ সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়ুস। সেখানে গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’
আরও পড়ুনরিয়ালে অন্য লড়াই: এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ভিনিসিয়ুস, বেলিংহাম১৫ ফেব্রুয়ারি ২০২৫এরপর আলোচনায় থাকার পরও নিজের ব্যালন ডি’অর জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে ভিনিসিয়ুস বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’
ভিনিসিয়ুস জুনিয়রের স্বপ্নটা এখন আরও বড়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বল ছ ন
এছাড়াও পড়ুন:
সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, কী করবে ভারত
ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করছিল ভারত। ভারতের অন্তত ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানানোর পর ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু সেমিফাইনালে সেই পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। এবার কী করবে তারা?
ভারত এই ম্যাচ বয়কট করবে কি না, তা এখনো জানা যায়নি। ডব্লুসিএল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে এরই মধ্যে এই টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজমাইট্রিপ ভারত–পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি লিখেছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারত দলকে অভিনন্দন জানাই। তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।’
ধাওয়ান পাকিস্তান ম্যাচ না খেলার পক্ষে ছিলেন।