শ্রীপুরে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
Published: 4th, March 2025 GMT
অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বেতঝুড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাঁরা এই অবরোধ শুরু করেন।এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখার সময় সকাল সাড়ে ১০টা সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল।
ওই অটোরিকশাচালকের নাম রিটন মিয়া (৩৫)। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের মো.
সরেজমিন দেখা যায়, শ্রীপুর পৌর এলাকার বেতঝুড়ি গ্রামে মহাসড়কের দুই পাশে কয়েক শ লোকজন হাতে লাঠি নিয়ে সড়কের ওপর অবস্থান করছেন। তাঁরা এ ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে এর দ্রুত বিচার দাবি করে মিছিল করছিলেন। শ্রীপুর থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন।
সড়কে অবস্থান নেওয়া নিহত রিটন মিয়ার ভাতিজি তাসলিমা খাতুন বলেন, তাঁর চাচা মহাসড়কে অটোরিকশা চালান। গতকাল তাকওয়া পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার কাঁচ ভেঙে যায়। জরিমানা আদায়ের জন্য তাঁর চাচা দৌড়ে বাসের সামনে দাঁড়ান। এ সময় তাকওয়া পরিবহনের ভেতরে থাকা চালক ও সহকারী মিলে তাঁর চাচাকে জোর করে বাসে তুলে নেন। ভেতরে রেখেই ব্যাপক মারধর করেন। একপর্যায়ে তাঁকে হত্যা করে বাস থেকে ফেলে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় বাস ও এর চালককে আটক করেছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ।
নিহত রিটন মিয়ার আরেক স্বজন মিজানুর রহমান বলেন, জরিমানা চাওয়ার কারণে তাকওয়া পরিবহনের লোকজন রিটনকে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা নিয়ে বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছেড়ে যাবেন না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছি। তাদের বোঝানোর চেষ্টা করছি। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর বহন র অবর ধ ল কজন ত কওয়
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।