প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ককে জরিমানা
Published: 4th, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুমের প্রথম দিনেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রানআউটের একটি সিদ্ধান্ত ঘিরে ২০ মিনিট বন্ধ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ। পরে অসদাচরণের কারণে প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ককে জরিমানা করা হয়েছে।
বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংকের ইনিংসে রান নিতে গিয়ে রানআউটের শিকার হন ইরফান শুক্কুর। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন দলের কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুর। তারা ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেন।
পরে ম্যাচ সম্প্রচারকারীদের ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ইরফান শুক্কুর রান সম্পন্ন করেছিলেন। তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, কারণ ম্যাচটিতে তৃতীয় আম্পায়ার ছিলেন না। ফিল্ড আম্পায়ার এ আই এম মনিরুজ্জামান সন্দেহের ভিত্তিতে রানআউটের সিদ্ধান্ত দেন, যা নিয়ে প্রাইম ব্যাংকের কোচ ও টিম ম্যানেজমেন্ট আপত্তি জানান।
ম্যাচ শেষে ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অধিনায়ক শুক্কুরকে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
তবে হট্টগোলের মধ্যেও জয় পেয়েছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সের ২১৬ রানের লক্ষ্য তারা ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। দলের জয়ে বড় ভূমিকা রাখেন শামিম পাটোয়ারি, যিনি ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল ইরফ ন শ ক ক র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।