সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামানোয় চালককে ‘লাঠিপেটা’
Published: 4th, March 2025 GMT
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামানোকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক চালককে লাঠিপেটা করেছেন বলে অভিযোগ তুলেছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইউএনও’র বিচার দাবি করেন তারা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটে ভোগান্তির শিকার হয় জনসাধারণ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ইউএনও আতিকুল ইসলাম শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে আসেন। সেখানে দেখতে পান মুক্তাগাছা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাস নির্ধারিত স্টেশনের বাইরে মহাসড়কের পাশে দাঁড় করানোয় যানজট সৃষ্টি হচ্ছে। ইউএনও তখন দ্রুত গাড়িটি সরাতে বলেন। এ নিয়ে চালকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ইউএনওর সঙ্গে থাকা আনসার সদস্যরা বাসটির চালক বুলু মিয়াকে লাঠিপেটা করেন।
তবে বাসচালক বুলুর দাবি, তিনি স্থানীয় ভাবকির মোড় থেকে বাসটি চালিয়ে পৌরসভার পাশে যাওয়া মাত্র ইউএনও বাসে উঠে তাকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন। গুরুতর অবস্থায় তাকে সহকর্মীরা হাসপাতালে নেয়। তিনি বলেন, সরকারের বড় একজন কর্মকর্তা, এভাবে আমাকে মারবেন তা কখনও ভাবতে পারিনি। আমি এর বিচার চাই।
ওই ঘটনার আধা ঘণ্টা পর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বড়হিস্যা বাজার পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে আড়াআড়িভাবে ইসলাম পরিবহনের বাস রেখে অবরোধ করেন শ্রমিকরা। পরে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ও ময়মনসিংহ থেকে সেনা সদস্যরা গিয়ে স্থানীয় পরিবহন সেক্টরের নেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুরান বাসস্ট্যান্ডের ওই স্থানে ইসলাম পরিবহন গাড়ি রেখে যাত্রী উঠানো-নামানো করায় শহরে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে সব পরিবহনকে নির্ধারিত টার্মিনালে বাস রাখার বিষয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হলেও ইসলাম পরিবহন এটি মানছে না। সকালে বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি গাড়ি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউএনওর নির্দেশে লাটিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপরই শ্রমিকরা সড়ক অবরোধ করেন। সমাধানের আশ্বাসে পরে তারা অবরোধ তুলেছে।
ইউএনও আতিকুল ইসলাম বলেন, যত্রতত্র গাড়ি রেখে যাত্রী ওঠা-নামা করায় যানজটে তীব্র ভোগান্তি পোহাতে হয় মুক্তাগাছাবাসীকে। ইসলাম পরিবহনকে টার্মিনালে বাস রাখতে বলা হলেও তারা যত্রযত্র গাড়ি রেখে যানজটের সৃষ্টি করে। একাধিক অভিযানের পরও পরিবহনটি টার্মিনালে না যাওয়ার জন্য টালবাহানা করে আসছে। সকালে সড়কে বাস রেখে যানজট সৃষ্টি করায় গাড়ি সরিয়ে নিতে বলা হয়। কিন্তু বিষয়টি অন্যদিকে ঘুরাতে চালককে মারধরের অভিযোগ তুলে সড়ক অবরোধের ‘নাটক সাজিয়েছে’ তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউএনও ময়মনস হ অবর ধ য নজট
এছাড়াও পড়ুন:
মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
মজিদের সেঞ্চুরি ও হায়দারের ঝড়ে ময়মনসিংহের ৫৫৫
জাতীয় ক্রিকেট লিগে নবাগত ময়মনসিংহ দারুণভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথম ইনিংসে মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামের পর এবার সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ। অধিনায়ক শুভাগত হোম ও আবু হায়দারও খেলেছেন ঝোড়ো ইনিংস। তিনজনের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে বল হাতে শুরুও করেছে ভালো—প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলে ফিরেছে ড্রেসিংরুমে।
২ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। তবে ২২ রান যোগ করতেই পড়ে যায় আরও দুটি উইকেট। এরপর মজিদ ও শুভাগত গড়েন ১৩০ রানের জুটি। ৮৬ বলে ৬৫ রান করে শুভাগত আউট হওয়ার পর মজিদ জুটি গড়েন তাহজিবুল ইসলামের সঙ্গে (২১)। ষষ্ঠ উইকেটে আসে ৩৪ রান। এরপর হায়দারকে সঙ্গে নিয়ে মাত্র ৪২ বলেই সপ্তম উইকেটে তোলেন ৭৭ রান। ৩৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেন হায়দার। অপর প্রান্তে ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন মজিদ। ১১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি।
সেঞ্চুরি হাতছাড়া মুমিনুলের৯২ রানে আউট হয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক