আইপিএলে ড্রেসিংরুমে নিষিদ্ধ খেলোয়াড়দের বউ–বান্ধবী
Published: 4th, March 2025 GMT
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দুটি টেস্ট সিরিজ হারার পর খেলোয়াড়দের জন্য একটা বিধিমালা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই বিধামালা কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। বিধি অনুযায়ী খেলোয়াড়েরা ম্যাচ এড়াতে পারবেন না, সফরের সময় কত কেজি ওজনের লাগেজ বহন করতে পারেবন, সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া সফরের সময় পরিবারের সদস্য বা বন্ধুবান্ধব নিয়ে যাওয়ার ব্যাপারেও বিধিমালা জারি করা হয়েছে।
এবার আইপিএলেও এমন কিছু নিয়ম চালু করেছে বিসিসিআই। ২০২৫ সালের আইপিএলে দলগুলো এবং খেলোয়াড়দের জন্য কী কী নতুন নিয়ম বিসিসিআই চালু করেছে, একনজরে তা দেখে নেওয়া যাক—
অনুশীলনের দিনে১.
২. উন্মুক্ত কোনো নেট পাবে না কোনো দল।
৩. কোনো দল যদি নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করে ফেলে, অন্য দল পিচ ব্যবহারের অনুমতি পাবে না।
৪. ম্যাচের দিনে অনুশীলনের কোনো সুযোগ থাকবে না।
৫. ম্যাচের দিনে কোনো দল মূল মাঠে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট নিতে পারবে না।
আইপিএলের অনুশীলনে যেতে দলের বাস ব্যবহার করতে হবে খেলোয়াড়দেরউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//