আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে নেই স্বাগতিক পাকিস্তান। তাতে কি দ্বিতীয় সেমি ফাইনালে আজ বুধবার (৫ মার্চ, ২০২৫) দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড ম্যাচের জৌলশ খানিকটা কমছে? হয়ত কমছে বটে। তবে গাদ্দাফি স্টেডিয়াম এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে কানায় কানায় ভরে উঠতে পারে লাহোরবাসীর ক্রিকেট প্রেমর কারণেই।

টস করতে নামা দুই দলের অধিনায়ক নিজেদের অভাগা ভাবতেই পারেন। ওয়ানডে ক্রিকেট রঙিন যুগে প্রবেশের পর এই দুই দলই আইসিসির বেশিরভাগ বৈশ্বিক আসরের শেষ চার অথবা শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছে। তবে দুই দলেরই শিরোপা জয়ের হার একেবারেই তলানিতে। চ্যাম্পিয়নস ট্রফি তখন নক আউট বিশ্বকাপ নামে পরিচিত ছিল প্রথম দুই আসরে। এই দুই আসরের চ্যাম্পিয়ন যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জিল্যান্ড।

আজ বেলা ৩টায় বল মাঠে গড়ানোর আগে দক্ষিণ আফ্রিকার বিরক্তির বিষয় অবশ্য অপ্রয়োজনীয় ভ্রমণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার পর প্রোটিয়াদের দুবাই সফর করতে হয়েছিল, কারণ নিরাপত্তার অজুহাতে ভারত তাদের সব ম্যাচই খেলছে দুবাইয়ে। তাই টেম্বা বাভুমার দলকে যদি সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হতে হতো তাহলে দুবাইয়েই নামতে হতো। কিউইরা ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে রোহিত-কোহলিদের কাছে হারায় প্রোটিয়াদের শেষ চারের প্রতিদ্বন্দ্বী তারাই।

আরো পড়ুন:

‘উইকেট শিখিয়ে দেয় ক্রিকেট কীভাবে খেলতে হবে তারপরে সুইচ অন করি’

আর কিছু রানের আক্ষেপ করলেন স্মিথ

নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার অবশ্য দুবাই ভ্রমণটাকে সুবিধা হিসেবেই দেখছেন। কারণ ফাইনালে উঠতে পারলে তাদের মরুর বুকেই ভারতের বিপক্ষে খেলতে হবে। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটাকে একটা প্রস্তুতি হিসেবে দেখছেন কিউই কাপ্তান। অন্যদিকে বাভুমা অবশ্য অতিরিক্ত ভ্রমণটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। দুবাই ভ্রমণের ফলে তার ক্রিকেটারদের প্রেসার রিলিজ হয়েছে বলেই তার বিশ্বাস।

এই দুদল ৭৩ বার একে অপেরের বিপক্ষে খেলেছে। যেখানে দক্ষিণ আফ্রিকা ৪২ ম্যাচ জিতে বেশ এগিয়ে আছে। তবে ২৬ ম্যাচ জিতে কিউইদের সাম্রতিক রেকর্ড ভালো। সবশেষ ত্রিদেশীয় সিরিজেও এই দুই দলের দেখায় ব্ল্যাক ক্যাপসরাই জিতেছে। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে দুদলের দুবারের দেখায় প্রত্যেকেই একবার করে জয় লাভ করেছে। 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ ই দল

এছাড়াও পড়ুন:

ফেসবুকে বিদ্বেষপূর্ণ মন্তব্য না করার নির্দেশনা সিলেট জেলা বিএনপির

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা তথ্য শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। দলের কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গতকাল রোববার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
এদিকে দলের একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার–বহিভূর্ত মন্তব্য করায় গতকাল রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমানকে (আছকির) সাময়িক বহিষ্কারের পাশাপাশি সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে জেলা বিএনপি। এ ছাড়া অনলাইন গণমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামকে (ফারুক) সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রচারিত হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।

বিএনপি সব সময় সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কখনোই কাম্য নয়। অতএব জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, যেন ভবিষ্যতে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।

যোগাযোগ করলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্প্রতি ফেসবুকে কিছু নেতা-কর্মীকে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্‌গার করতে দেখা গেছে। এ অবস্থায় জেলা বিএনপি একটি নির্দেশনা দিয়েছে। তা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ