এইচএসসির ফরম পূরণে বাধ্যতামূলক কোচিং ফি
Published: 6th, March 2025 GMT
নান্দাইলের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত কোচিং ফি’র এক হাজার ৫০০ টাকা ছাড়া ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এ দাবি জানিয়েছেন।
উপজেলা সদরের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে। গতকাল বুধবার শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারেন, ফরম পূরণের জন্য বোর্ড দুই হাজার ৬২০ টাকা নির্ধারণ করলেও কলেজ নির্ধারণ করেছে তিন হাজার ৬০০ টাকা। তাছাড়াও সবার জন্য কোচিং বাধ্যতামূলক করে ফি বাবদ ধরা হয়েছে আরও এক হাজার ৫০০ টাকা। বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের টাকার পরিমাণ আরও কিছুটা বেশি। শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে কোচিং ফি’র টাকা ছাড়া কাউকে ফরম পূরণ করতে দেওয়া হবে না।
বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে আসা শিক্ষার্থীরা তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান, বোর্ড ফি, কোচিং ফি এবং কলেজের সাবেক পাওনা সব মিলিয়ে তাদের একেকজনের ফরম পূরণ করতে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে। এর পর কলেজে এসে কোচিং করতে যানবাহনের ভাড়া বাবদ প্রতিদিন তাদের আরও ১০০ টাকা করে ব্যয় করতে হবে। তাদের মতো দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা কষ্টকর। তাই তারা কোচিং ফি’র টাকা ছাড়া ফরম পূরণ করতে চান। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোচিং ফি ছাড়া ফরম পূরণ করতে দেবেন না বলে জানিয়েছেন। প্রতিকার চান তারা।
এ বিষয়ে নান্দাইলের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত জানান, তাদের কলেজে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ধরা হয়েছে দুই হাজার ৬২০ টাকা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটু বেশি লাগবে, কোচিং বাধ্যতামূলক করা হয়নি।
সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, কলেজের এইচএসসির ফলাফল এতদিন ভালো ছিল, কিন্তু গত বছর খুব খারাপ হয়েছে। তাই কলেজ পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বাধ্যতামূলক অতিরিক্ত ক্লাস করতে হবে। তিন মাস অতিরিক্ত ক্লাসের জন্য জনপ্রতি এক হাজার ৫০০ টাকা ফি ধরা হয়েছে। এর পরও বিষয়টি নিয়ে আগামীকাল একটি বৈঠকে বসার কথা রয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, কলেজ অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি নিয়ে কথা হয়েছে। অতিরিক্ত টাকা দাবির পেছনে কী যুক্তি আছে তা লিখিতভাবে উপস্থাপনের জন্য অধ্যক্ষকে বলা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউএনও র জন য কল জ র
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ, সিজিপিএ ২.৫০ লাগবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৫-২৬ সেশনে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
কোর্সের বৈশিষ্ট্য১. আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
২. ভর্তির আবেদন ফি ২০৮০ টাকা।
আবেদনের যোগ্যতা১. যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি, কমপক্ষে সিজিপিএ ২.৫০ থাকতে হবে (৪-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
২. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্যে কমপক্ষে ৩ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে পৃথক পৃথকভাবে।
৩. ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে কমপক্ষে জিপিএ–২ থাকতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে দেখুন।
৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা ক্লাস গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স, যোগ্যতা এইচএসসি পাস১ ঘণ্টা আগেদরকারি তথ্য১. বিদেশি নাগরিকত্ব ও বিদেশি বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী আবেদনকারীর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে, যদি তাঁর জিআরই বা জিএমএটি স্কোর ৭৫ শতাংশ বা তার বেশি হয়। তবে তাঁকে বোর্ডে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।
২. সব বিদেশি সার্টিফিকেট/ডিগ্রির (‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ব্যতীত) সমতা আইবিএর সমতা কমিটি দ্বারা নির্ধারিত হবে। এই সমতা ব্যতীত একজন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন না।
৩. ইউজিসি কর্তৃক অনুমোদিত নয়—এমন কোনো প্রোগ্রাম থেকে ডিগ্রিধারী আবেদনকারী আবেদন করতে পারবেন না।
ভর্তি পরীক্ষার বিস্তারিত১. আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫।
৩. ভর্তি পরীক্ষার সময়: সকাল ১০টা।
৪. ভর্তি পরীক্ষার স্থান: আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট