নান্দাইলের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত কোচিং ফি’র এক হাজার ৫০০ টাকা ছাড়া ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এ দাবি জানিয়েছেন।

উপজেলা সদরের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে। গতকাল বুধবার শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারেন, ফরম পূরণের জন্য বোর্ড দুই হাজার ৬২০ টাকা নির্ধারণ করলেও কলেজ নির্ধারণ করেছে তিন হাজার ৬০০ টাকা। তাছাড়াও সবার জন্য কোচিং বাধ্যতামূলক করে ফি বাবদ ধরা হয়েছে আরও এক হাজার ৫০০ টাকা। বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের টাকার পরিমাণ আরও কিছুটা বেশি। শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে কোচিং ফি’র টাকা ছাড়া কাউকে ফরম পূরণ করতে দেওয়া হবে না। 

বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে আসা শিক্ষার্থীরা তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান, বোর্ড ফি, কোচিং ফি এবং কলেজের সাবেক পাওনা সব মিলিয়ে তাদের একেকজনের ফরম পূরণ করতে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে। এর পর কলেজে এসে কোচিং করতে যানবাহনের ভাড়া বাবদ প্রতিদিন তাদের আরও ১০০ টাকা করে ব্যয় করতে হবে। তাদের মতো দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা কষ্টকর। তাই তারা কোচিং ফি’র টাকা ছাড়া ফরম পূরণ করতে চান। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোচিং ফি ছাড়া ফরম পূরণ করতে দেবেন না বলে জানিয়েছেন। প্রতিকার চান তারা। 

এ বিষয়ে নান্দাইলের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত জানান, তাদের কলেজে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ধরা হয়েছে দুই হাজার ৬২০ টাকা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটু বেশি লাগবে, কোচিং বাধ্যতামূলক করা হয়নি।

সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, কলেজের এইচএসসির ফলাফল এতদিন ভালো ছিল, কিন্তু গত বছর খুব খারাপ হয়েছে। তাই কলেজ পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বাধ্যতামূলক অতিরিক্ত ক্লাস করতে হবে। তিন মাস অতিরিক্ত ক্লাসের জন্য জনপ্রতি এক হাজার ৫০০ টাকা ফি ধরা হয়েছে। এর পরও বিষয়টি নিয়ে আগামীকাল একটি বৈঠকে বসার কথা রয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, কলেজ অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি নিয়ে কথা হয়েছে। অতিরিক্ত টাকা দাবির পেছনে কী যুক্তি আছে তা লিখিতভাবে উপস্থাপনের জন্য অধ্যক্ষকে বলা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউএনও র জন য কল জ র

এছাড়াও পড়ুন:

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষা ফলাফলের, মেধাক্রম যেভাবে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।

গত মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।

আরও পড়ুনশিক্ষক-কর্মচারীরা আইন পেশা, সাংবাদিকতাসহ একই সঙ্গে অন্য চাকরি করতে পারবেন না, নীতিমালা জারি০৯ ডিসেম্বর ২০২৫মেধাতালিকা নির্ধারণ কীভাবে—

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে।

(ক) এসএসসির জিপিএর-৮ গুণ = ৪০।

(খ) এইচএসসির জিপিএর ১২ গুণ = ৬০।

লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এই দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে।

*২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধাতালিকা করা হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৫ হাজার ৬৪৫টি যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৭ হাজার ৪০৬টি। যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস এক হাজার ৪০৫টি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি। যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স এক ৯৫০টি আসন। ১৩ হাজার ৫১ টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন।

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, ১২ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
  • এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষা ফলাফলের, মেধাক্রম যেভাবে
  • এমবিবিএস–বিডিএস পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে কিছু নির্দেশনা, ১ আসনে পরীক্ষার্থী ২২ জন