৩২ বলে ৭৮ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে আলাউদ্দিন জেতালেন পারটেক্সকে
Published: 6th, March 2025 GMT
আলাউদ্দিন বাবু যখন ক্রিজে যাচ্ছিলেন তখন পারটেক্সের জয়ের সমীকরণ কঠিন ছিল না। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেওয়া ৩০০ রানের লক্ষ্য তাড়ায় পারটেক্সের ৬৭ বলে ৯৭ রান লাগত। কিন্তু হাতে তাদের উইকেট ছিল না।
আলাউদ্দিন ক্রিজে গিয়েছিলেন নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে। কিছুক্ষণ পরই থিতু হওয়া ব্যাটসম্যান শালেহিন রিফাত সাদ (১৩) ফেরেন সাজঘরে। সেখান থেকে জয়ের চিন্তা করা কঠিন ছিল। প্রাইম ব্যাংক টানা দ্বিতীয় জয়ের অপেক্ষার প্রহর গুনছিল। কিন্তু আলাউদ্দিন তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান।
৩২ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিকেএসপির ৩ নম্বর মাঠে। ২৪৩.
আরো পড়ুন:
মুশফিকময় দিনে অঙ্কনের ফিফটি, হৃদয়ের ঝড়
প্রথম অ্যাসাইনমেন্টে ‘ফেল’ সাব্বির
টস হিতে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক শাহাদাত হোসেন দিপুর ৬৪ ও শামীম হোসেন পাটোয়ারীর ৬৯ রানে ৮ উইকেটে ২৯৯ রানের পুঁজি পায়। শামীম আগের দিন ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। আজ ৬০ বলে ৫ চার ও ৪ ছক্কায় সাজান ৬৯ রানের ইনিংস। শাহাদত ৫১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৪ রান করেন।
ইনিংসের শুরুতে নাঈম শেখ ৬২ বলে ৪৬ রান করেন। অধিনায়ক জাকির হাসান ৪৪ বলে ৩৯ রানের ইনিংস উপহার দেন। সম্মিলিত প্রচেষ্টায় বড় সংগ্রহ পেলেও পারটেক্সও জবাব দেয় দারুণভাবে।
দুই ওপেনার জয়রাজ শেখ ও জসিম উদ্দিন সিঙ্গেল ডিজিটে আউট হলেও রুবেল মিয়ার ৪১ ও সাব্বির রহমানের ৫৩ রানে ম্যাচে ফেরে তারা। এরপর চটজদলি কয়েকটি উইকেট হারালেও বিপদে পড়তে হয়নি তাদেরকে। আহরার খানের ৩৬ বলে ৪৪ ও আলাউদ্দিনের শেষের ঝড়ে প্রথম জয় তুলে নেয় পারটেক্স।
প্রাইম ব্যাংকের বোলিং এদিন ভালো হয়নি। হাসান মাহমুদ ৮০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। নাজমুল অপু ৬১ রানে ২ এবং আরাফাত সানী ৫০ রানে ২ উইকেট পেয়েছেন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।