বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচ ছিল তার। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। ম্যাচে ব্যাট করতে হয়নি, তবে তিন ডিসমিশাল করেন মুশফিক। হার দিয়ে আসর শুরু করা মোহামেডানও পেয়েছে ৭ উইকেটের বড় জয়।

মোহামেডানের মতো হার দিয়ে ডিপিএল মৌসুম শুরু করেছিল গত মৌসুমের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী। বৃহস্পতিবার তারা গুলশান ক্রিকেট ক্লাবকে ধসিয়ে ১৬৫ রানের বিশাল জয় পেয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে পারটেক্স গ্রুপ।

মিরপুরে রূপগঞ্জ ৯ উইকেটে ২২২ রান করে। মোহামেডান ৩৭.

৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ওই রান তুলে ফেলে। মোহামেডানের হয়ে ওপেনার তামিম ইকবাল ১৪ রান করে ফিরে যান। তিনে নামা মাহিদুল অঙ্কন ৯৭ বলে ৮১ রান করেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। তাওহীদ হৃদয় ৪৭ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ১১টি চারের সঙ্গে একটি ছক্কা তোলেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্লাবের বিপক্ষে শুরুতে ব্যাট করে আবাহনী ৬ উইকেটে ৩২৬ রান তোলে। পারভেজ ইমন ১২৪ বলে ১২৬ রান করেন। নয়টি চার ও আটটি ছক্কা মারেন তিনি। মোহাম্মদ মিঠুন ৬৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন। জবাবে লিটন দাস, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ইফতিদের গুলশান ক্লাব ২৯.৪ ওভারে ১৬১ রানে অলআউট হয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান তোলে। ওপেনার নাঈম শেখ ৪৬ রান করেন। তিনে নামা জাকির হাসান ৩৯ রান যোগ করেন। শাহাদাত দিপু ৬৪ রান করেন। শামীম পাটোয়ারি ৬৯ রানের ইনিংস খেলেন। জবাবে পারটেক্সের রুবেল মিয়া ৪১, অধিনায়ক সাব্বির রহমান ৪৩ বলে ৫৩ এবং আলাউদ্দিন বাবু ৩২ বলে ৭৮ রানের ইনিংস খেলে পারটেক্সকে জেতান।   

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ