চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। তার আগে আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি। এই টুর্নামেন্টের জন্য নির্ধারণ করা প্রাইজমানির পরিমাণ শুনে অনেকেই অবাক হতে পারেন। কারণ সেটি ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুণের চেয়েও বেশি!

২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৪১ কোটি টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার এবং ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ দল নিয়ে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার তথা আড়াই হাজার কোটি টাকা আয় হতে পারে। এছাড়াও ২০২৮ সাল থেকে মেয়েদের ক্লাব বিশ্বকাপও অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ফিফা।

আরো পড়ুন:

চ্যাম্পিয়ন ম্যানইউর বিদায়, শেষ আটে ফুলহ্যাম ও ব্রাইটন

পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি

ফিফার বিবৃতিতে আরও বলা হয়েছে যে, টুর্নামেন্ট থেকে আয় হওয়া পুরো অর্থই অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। ফিফা কোনো অর্থ নিজেদের জন্য রাখবে না। ক্লাবগুলোকে পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইজমানি দেওয়া হবে এবং প্রতিটি ক্লাবের জন্য প্রাইজমানি নির্ধারিত থাকবে।

৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরটি চলতি বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৫ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলি ক্লাবের। ফাইনাল ম্যাচটি নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ক্লাব বিশ্বকাপে ছয় মহাদেশের যেসব দল অংশ নেবে:

ইউরোপ (উয়েফা) থেকে: ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই,  জুভেন্টাস ও  আটলেটিকো মাদ্রিদ।

দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে: ফ্লামেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও বোকা জুনিয়র্স।

উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান (কনকাকাফ) থেকে:  মন্টেরি, সিয়াটল সাউন্ডার্স ও লিওন।

আফ্রিকা (সিএএফ) থেকে: আল আহলি ও উইদাদ কাসাব্লাঙ্কা।

এশিয়া (এএফসি) থেকে: উরাওয়া রেড ডায়মন্ডস ও আল হিলাল।

ওশেনিয়া (ওএফসি) থেকে: অকল্যান্ড সিটি।

আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে: ইন্টার মিয়ামি।

উল্লেখ্য, প্রতিটি দেশের সর্বোচ্চ দুটি করে দল এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও লিভারপুলের মতো ইংলিশ ক্লাবগুলো এই আসরে অংশগ্রহণ করতে পারছে না।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–ঢাকা

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

ময়মনসিংহ–রংপুর

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

খুলনা–রাজশাহী

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

চট্টগ্রাম–বরিশাল

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

৩য় টি-টোয়েন্টি

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

রাত ৯টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

বার্নলি–আর্সেনাল

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

লিভারপুল–অ্যাস্টন ভিলা

রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

নটিংহাম–ম্যান ইউনাইটেড

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

টটেনহাম-চেলসি

রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

সম্পর্কিত নিবন্ধ

  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
  • আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)