ম্যাচ ডে’তে রোজা না রাখাই সমালোচিত শামি
Published: 7th, March 2025 GMT
ইসলামের দৃষ্টিতে প্রতেক সুস্থ মুসলমানের জন্য রোজা রাখা ফরয। রমজান মাসে অনেক অ্যাথলেটকেই ম্যাচ ডে’তে খেলার সাথেই সিয়াম সাধনা করতে দেখা যায়। বাংলাদেশের মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বহু ম্যাচে রোজা রেখে খেলেছেন। লিভারপুলের মোহাম্মদ সালাহ এবং সাবেক রিয়াল তারকা করিম বেনজেমাও সিয়াম পালন করেই খেলতে নেমে গিয়েছিলেন বহু বড় ম্যাচ। এমনকি হাশিম আমলা তার ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট ইনিংসটা (৩১১*) খেলেছিলেন রোজা রেখেই। তবে চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পেসার মোহাম্মদ শামি রোজা রাখছেন না।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে ক্রিকেটার মুহাম্মদ শামিকে দেখা গিয়েছে, এনার্জি ড্রিংকস পান করতে। এই ঘটনার প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া মুসলিম জামাতের সর্বভারতীয় সভাপতি মওলানা শাহাবুদ্দিন রিজভি দাবি করেছেন যে, শরিয়ত মতে অপরাধ করেছেন শামি।
রিজভি বলেন, “শামি রোজা রাখেননি। আবার পানিও পান করেছেন। তার এই কাজে জনগণের কাছে ভুল বার্তা গিয়েছে। রোজা না রেখে শামি পাপ করেছেন।”
আরো পড়ুন:
ফাইনালে যে পাঁচ বিষয়ে চোখ থাকবে
বাড়তি ভ্রমণে বিরক্ত মিলার ফাইনালে কিউইদের সমর্থক
ইসলামিক নিয়মের ব্যাপারে জাবিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি। খালিদ বলেন, “রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের জন্যই বাধ্যতামূলক। বিশেষ করে রমজান মাসে। যদিও আল্লাহ কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন যে, যদি কোনও ব্যক্তি কোথাও যান বা অসুস্থ হন, তাহলে তিনি রোজা পালন না-ও করতে পারে। মহম্মদ শামি সফরে গিয়েছেন। তাই তিনি রোজা পালনে ছাড় পেয়েছেন। কেউ ওর দিকে আঙুল তুলতে পারবে না। এনিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়।”
এদিকে শামির ভাই মোহাম্মদ হাসিব জানান, তার ভাই রোজা পালন করছেন। তবে তিনি ম্যাচের দিন রোজা রাখছেন না। বাকি দিনগুলোয় অবশ্য তিনি নিয়মমাফিক রোজা পালন করেছেন। হসিব সংবাদমাধ্যমকে বলেন, “শামি নিয়মিত রমজান পালন করেন। ম্যাচের জন্য যে রোজা তিনি রাখতে পারেননি, পরে সেটাও তিনি পালন করে নেবেন।”
এই পরিস্থিতিতে শামির রবিবার (৯ মার্চ, ২০২৫) নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবেন। এই ৩৪ বছর বয়সী পেসারের ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি মনে করেন যে, দেশ সবার আগে। বদরুদ্দিন বলেন, “শামি যা করেছেন, একেবারে ঠিক করেছেন। ওর এসব দিকে নজর দেওয়ার কোনও দরকার নেই। ওর উচিত এখন ফাইনাল ম্যাচের দিকে নজর রাখা। আপনি কোনও পাপ করেনি। আপনি যা করেছেন, দেশের জন্য করেছন।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ কর ছ ন ফ ইন ল র জন য
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত