Samakal:
2025-12-01@12:14:12 GMT

বিএনপিপন্থি আইনজীবীর সুদিন

Published: 7th, March 2025 GMT

বিএনপিপন্থি আইনজীবীর সুদিন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর কিশোরগঞ্জের আদালতের চিত্র পাল্টে গেছে। পিপি, জিপিসহ সব আইন কর্মকর্তার পদ এখন আওয়ামীপন্থি আইনজীবীদের হাত থেকে চলে গেছে বিএনপিপন্থি আইনজীবীদের হাতে। নতুন নতুন মামলাও পাচ্ছেন  বিএনপির আইনজীবীরা।
জানা গেছে, দেশে প্রতিবার সরকার পরিবর্তনের পর স্বাভাবিক নিয়মেই সরকারি আইন কর্মকর্তাদেরও পরিবর্তন হয়ে থাকে। সাধারণ মানুষের ধারণা, বিএনপির আইনজীবীদের এখন ক্ষমতা বেশি। প্রতিটি আদালতে তাদের কিছু বাড়তি প্রভাব রয়েছে। যে কারণে বিএনপির আইনজীবীদের কাছে মামলা যাচ্ছে বেশি। এমনকি কিছু পুরোনো মামলাও আওয়ামীপন্থি আইনজীবীদের হাত থেকে মক্কেলরা নিয়ে গিয়ে বিএনপির আইনজীবীদের দিচ্ছেন। এমনকি বৈষম্যবিরোধী মিছিলে হামলা মামলায় আসামি হওয়া আওয়ামী পরিবারের ব্যক্তিরাও এখন সহজে জামিনের আশায় যাচ্ছেন বিএনপির আইনজীবীদের কাছে। 
আওয়ামী ও বিএনপি বলয়ের বাইরে থাকা সাধারণ আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আদালতপাড়ায় আওয়ামীপন্থি আইনজীবীদের পাশাপাশি সাধারণ আইনজীবীদেরও দুর্দিন যাচ্ছে। তাদের ভাষ্য, ফৌজদারি মামলার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর মামলা হচ্ছে হত্যা মামলা। হত্যা মামলায় সাধারণত আসামিপক্ষ মোটা টাকার বিনিময়ে সবসময় জ্যেষ্ঠ ও অভিজ্ঞ আইনজীবীদের  রাখার চেষ্টা করেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ আইনজীবীদের হাত থেকে বেশ কিছু পুরোনো হত্যা মামলা মক্কেলরা নিয়ে গেছেন। এসব মামলায় এখন শুনানি করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অনেক মামলার আসামিরা এখন আওয়ামী বলয়ের আইনজীবীদের কাছে যেতে ভরসা পাচ্ছেন না। 
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতার ভাষ্য, আসামিপক্ষের লোকজনের  ধারণা, আওয়ামী আইনজীবীরা এখন একটা বদনামের মধ্যে আছেন। আদালতে জোর গলায় শুনানি করতে পারেন না। অন্যদিকে বিএনপির আইনজীবীরা সাহস নিয়ে শুনানি করতে পারেন বলে তারা মনে করেন। সে কারণেও তারা বিএনপির আইনজীবীদের কাছে আসেন।
এদিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জালাল উদ্দিন জানান, সরকারি আইন কর্মকর্তাদের পদগুলো মূলত রাজনৈতিক পদ। ফলে সরকার বদলের পর এসব পদে স্বভাবতই বদল ঘটে থাকে। তিনি বলেন, আওয়ামী লীগের আসামিদের বিএনপির আইনজীবীরা মামলায় সহায়তা দিচ্ছেন বলে এক ধরনের অভিযোগ উঠেছে। আইন কর্মকর্তারা কখনও আসামিপক্ষে শুনানি করতে পারেন না। তারা সরকার পক্ষে মামলা পরিচালনা করেন। কিন্তু বিএনপির যারা আইন কর্মকর্তা হননি, তাদের কেউ কেউ পেশাগত কারণে এসব মামলা পরিচালনা করছেন। এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় নয়। কারণ আইনজীবীরা একটি পেশায় আছেন। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র আইনজ ব দ র র আইনজ ব দ র ক ছ আইনজ ব দ র হ ত আইনজ ব র সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

ঘরে বসেই হাজিরা, মিলবে মামলার রায়সহ যাবতীয় তথ্য

ঘরে বসেই মামলার যাবতীয় তথ্য পাবেন বিচারপ্রার্থীরা। মামলা দায়ের থেকে শুরু করে রায় ঘোষণা পর্যন্ত সবই পরিচালিত হবে অনলাইনে। ঘরে বসে ডিজিটাল মাধ্যমে সাক্ষ্যও দেওয়া যাবে। আজ রোববার সকালে বিচারব্যবস্থাকে আধুনিক ও সহজ করে তুলতে চট্টগ্রাম আদালতে চালু হয়েছে ই–পারিবারিক আদালত। এতে দুর্ভোগ কমবে বিচারপ্রার্থীদের।

আদালত সূত্র জানায়, ই–পারিবারিক আদালতে পাঁচ বিষয়ের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এগুলো হলো বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

উদ্বোধন অনুষ্ঠানে লিয়াকত আলী মোল্লা বলেন, ই–পারিবারিক আদালত দেশে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমানোর একটি বড় পদক্ষেপ। ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ আদালতে মামলার আবেদন থেকে প্রতিদিনের কার্যক্রম—সবই অনলাইনে সম্পন্ন হবে। থাকবে না কোনো কাগজের ব্যবহার। বিচারপ্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে সবকিছু জানিয়ে দেওয়া হবে।

লিয়াকত আলী মোল্লা আরও বলেন, চট্টগ্রামের এ পারিবারিক আদালতের মাধ্যমে আইনি সেবা প্রদানে নতুন দিগন্তের সূচনা হলো। ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি ম্যানুয়ালি কার্যক্রমও থাকবে। তবে ই–পারিবারিক আদালতে নথি হারানোর শঙ্কা কম থাকবে। বিচারপ্রার্থীদের যেকোনো মামলার নথি অল্প সময়ের মধ্যে বের করা সম্ভব হবে। অন্যদিকে হয়রানিও অনেকাংশে কমবে। ই–পারিবারিক আদালতে বিচারপ্রার্থীদের মামলার আবেদন দ্রুত নিষ্পত্তি ও অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। এতে বিচারকার্য স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে।

আদালত সূত্র জানায়, ই–পারিবারিক কোর্ট নামের ওয়েবসাইটটি বাদী, বিবাদী, আইনজীবী, আদালতের সহায়ক কর্মচারী, বিচারক ও সাধারণ জনগণ সবাই ব্যবহার করতে পারবেন। আইনজীবীদের বার কাউন্সিল সার্টিফিকেট, ওকালতনামা ও অন্যান্য নথি আপলোড করতে হবে। বিচারপ্রার্থীরা তাঁদের পছন্দের আইনজীবীকে মামলা পরিচালনার জন্য বাছাই করতে পারবেন।

মামলার তারিখ খুদে বার্তার মাধ্যমে জানতে পারবেন বিচারপ্রার্থী থেকে শুরু করে আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই। আদালতের রেজিস্ট্রারসহ নথি বিভাজনও হবে ডিজিটালি। ই–পারিবারিক আদালত ব্যবস্থার মাধ্যমে বিচারপ্রার্থীরা যেকোনো স্থান থেকে মামলা দায়ের করতে পারবেন। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থাও এখানে রয়েছে। ওয়েবসাইটটিতে একটি ড্যাশবোর্ড রয়েছে। সেখানেই মামলার অগ্রগতি, তারিখ ও ফলাফল পাওয়া যাবে। সাধারণত নথি হারানোর সুযোগ থাকলেও ই–পারিবারিক কোর্ট ব্যবস্থায় সেটি থেকে মুক্তি পাওয়া যাবে।

যেকোনো স্থান থেকেই বাদী ও বিবাদীরা অনলাইন হাজিরা দিতে পারবেন। নিজস্ব পোর্টালে আইনজীবীর পরিচালিত সব নথি থাকবে একসঙ্গে। ফলে ব্যবস্থাপনা হবে সহজ। এদিকে যেকোনো জায়গা থেকে লগইন করে নথির কাজ যেকোনো সময়ে খসড়া করে রাখতে পারবেন আইনজীবীরা। নথি জমা দেওয়া, কপি তোলা ও বারবার একই তথ্য প্রস্তুতের কাজ কমবে।

আদালত সূত্র জানায়, ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, পুরো নাম, মুঠোফোন নম্বর ও ই–মেইল যুক্ত করতে হবে; সঙ্গে দিতে হবে একটি শক্তিশালী পাসওয়ার্ড।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, একটা নির্দিষ্ট সময় পর মামলার নথি ধ্বংস করে ফেলা হয়। আবার অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কিন্তু ই–পারিবারিক আদালতে সব নথি অনলাইনে পাওয়া যাবে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দুর্ভোগ কমবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, এটি পেপারলেস আদালত। বিচারকার্যকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তি ও সফটওয়্যার প্রস্তুত রাখা হয়েছে। ই–পারিবারিক আদালত চালু হওয়ায় পারিবারিক বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে। বছরের পর বছর আদালতে ঘুরতে হবে না।

সম্পর্কিত নিবন্ধ

  • জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান প্রশ্নে রুল
  • ধনী ও ক্ষমতাবানেরা কেন কুখ্যাত এপস্টেইনকে এড়িয়ে চলতে পারতেন না
  • ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
  • কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না, সাবেক ১১ কর্মীর বকেয়া পরিশোধের নির্দেশ
  • টিউলিপ–রেহানা–হাসিনার মামলায় প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি: দুদকের আইনজীবী
  • ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি নেতানিয়াহুর
  • নারী ফুটবল দলের প্রতি বৈষম্য বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট
  • কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
  • বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের রিট খারিজ
  • ঘরে বসেই হাজিরা, মিলবে মামলার রায়সহ যাবতীয় তথ্য