বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুক গ্রেপ্তার
Published: 8th, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম। ্এরআগে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়নাল আবেদীন ফারুক সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ওয়ন ওসমান ও ভাতিজা আজমিরী ওসমানের অন্যতম সহযোগী। তাদের নাম ভাঙ্গিয়ে সাইনবোর্ড, মিতালী মাকের্ট ও সাহেবপাড়াসহ আশপাশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
স্থানীয়রা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারীদের মাস্টার মাইন্ড ও অর্থ যোগানদাতা ছিলেন নাসিক ২নং ওয়ার্ড নাজু মার্কেট বটতলা এলাকার নূরুল হকের ছেলে জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফারুক।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ, হামলা চালিয়েছেন। জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও ডিএমপির পল্টন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফারুকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যাসহ দুইটি মামলা রয়েছে, যার মামলা নং- ২৫, তারিখ, ২৬/০৮/২০২৪, এছাড়াও হত্যার চেষ্টা যার মামলা নং- ২ তারিখ: ২/০৯/২০২৪, ফতুল্লা থানায় মামলা নং- ৪, তারিখ: ০৫/০৯/২০২৪, অপর মামলা নং- ১৮ তারিখ: ২২/০৮/২০২৪, ডিএমপির পল্টন থানায় হত্যা মামলা, যার মামলা নং- ১৭ তারিখ: ১৩-০২-২০২৫, এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বটতলা নাজু মার্কেট এলাকার বাসিন্দা জানান, বহু অপকর্মের হোতা জয়নাল আবেদীন ফারুক। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময় শামীম ওসমানের দাপট দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে।
কিন্তু পাঁচ আগষ্টের পর নতুনভাবে খোলশ পাল্টে বিএনপির নেতাকর্মীদের সাথে মিশে নিজেকে নব্য বিএনপির কর্মী দাবি করতে শুরু করেছে। র্যাব তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে বলেও জানান তিনি।
আব্দুল হালিম নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, গেল ষোল বছর সাহেবপাড়া, নাজু মার্কেট, রহিম মার্কেট, মিজমিজি, মাহমুদপুর পাকার মাথা, মিতালী মার্কেটসহ আশপাশের এলাকায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হয়ে পুরো এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব করে বেরিয়েছেন এই ফারুক ওরফে কলার ফারুক।
তার ভয়ে এলাকাবাসী তটস্থ থাকতেন। ব্যবসায়ীরা থাকতেন ভীত। মিতালী মার্কেটের বহু ব্যবসায়ীকে পথে বসিয়ে নিজের আখের গুছিয়েছেন এই বাটপার ও মানুষ ঠকানো ফারুক। দোকানমালিকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
সাইনবোর্ড মিতালী মার্কেটের ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, গেল ষোল বছরে শামীম ওসমানের দাপট দেখিয়ে মার্কেটির ব্যবসায়ীদের পথে বসিয়েছে সে। আমার কাছ থেকেও জমি দেওয়ার কথা বলে ত্রিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
পরে আর জমিও দেয়নি, টাকা চাইতে গেলে উল্টো হামলা, মামলার ভয় দেখাতো সে। তিনি বলেন, বহু ব্যবসায়ীর স্বপ্ন ভেঙ্গে খানখান করেছেন প্রতারক জয়নাল আবেদীন ফারুক।
হারুন মিয়া নামে আরেক ব্যবসায়ী জানান, আমার কাছ থেকেও ছয় লাখ টাকা নিয়ে গেছে সে। টাকা চাইতে গেলে উল্টো হামলা ও মামলার শিকার হতে হয়। টাকাটা আজও পেলাম না। মিতালী মার্কেটের ১৩নং ভবনের ৩৬০টি দোকান থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে প্রতি দোকান থেকে নয় হাজার টাকা করে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাৎ করে সে। ৮ নং ভবনের দশটি দোকান দীর্ঘদিন জোরপূর্বক দখল করে রেখেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন, জয়নাল আবেদীন ফারুককে র্যাব গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা মডেল থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ কল র ফ র ক ফ র ক ওরফ ব যবস য় এল ক য় ত র কর ওসম ন
এছাড়াও পড়ুন:
হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স।
গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’
পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।
আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’
প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’
তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।
রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।
ঢাকা/ফিরোজ