জুলাই গণ–অভ্যুত্থানে নারীদের ভূমিকা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে: সালাহ উদ্দিন আহমদ
Published: 8th, March 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু ও নারী।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ‘অদম্য নারী শক্তিতে অজেয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপির এই নেতা বলেন, ওই প্রতিবেদনে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আকাশ থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। সে হিসাবে তাঁদের (নারী ও শিশু) স্বীকৃতি আন্তর্জাতিক। জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যা নারী। সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব, দেশ সে হিসাবে এগিয়ে যাবে। এটা আমাদের অবশ্যই কর্তব্য। এখানে বৈষম্যের স্বীকৃতি দেব না।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে, আইনিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। সমাজের সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন করা হবে। সে ক্ষমতায়নের হার আগের তুলনায় বৃদ্ধি পাবে।
সাংবিধান সংস্কার কমিশনের কাছে দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আশা করি সংসদের নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নের দিকে আরও বেশি ভূমিকা রাখব। যেসব আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, সেখানে নারীর অংশগ্রহণও নিশ্চয়ই বাড়বে, কমবে না।’
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার, নিলুফার মনি, রেহানা আক্তার, নেওয়াজ হালিমা, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস