বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে সড়কের ওপর এক নারীকে অপর এক পুরুষ ব্যক্তি উপর্যুপরি কিল ও ঘুষি দিচ্ছেন। এ সময় পুরুষ ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করছেন পথচারী ও স্থানীয় ব্যক্তিরা।

২৭ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি শুক্রবার দুপুরের। বাকেরগঞ্জ পৌর শহরের সদর রোডের একটি তৈরি পোশাকের দোকানে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে। মারধর করা ব্যক্তি দোকানটির মালিক জাকির হোসেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, শুক্রবার দুপুরে তিনি ওই দোকানে পোশাক কিনতে যান। এ সময় দোকানমালিক জাকির হোসেন পোশাক দেখানোর নামে তাঁর (নারী) শরীরের স্পর্শকাতর স্থানে ইচ্ছাকৃতভাবে হাত দেন। এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে (নারী) মারধর শুরু করেন দোকানমালিক। কিল-ঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়কের ওপর নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, দোকানের ভেতরে হট্টগোল দেখে তাঁরা গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। তবে এর আগেই হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকির হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওই নারী তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে আমার দোকানে এসে আমার ওপর প্রথম হামলা করেছিল। এরপর আমিও পাল্টা হামলা করেছি।’

বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহবুদ্দিন শাহিন তালুকদার বলেন, জাকির হোসেন বাকেরগঞ্জ পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। তবে নারীর সঙ্গে তাঁর এমন আচরণের বিষয়টির বিস্তারিত কিছুই তিনি জানেন না। তবে একটি ভিডিও ফেসবুকে দেখেছেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন জমাদ্দার দাবি করেন, নারীকে মারধরের ঘটনাটি সত্য নয়। আজ রোববার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টির খোঁজ নিয়েছি। আসলে ওই নারীকে মারধর করার ঘটনা ঘটেনি। বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে থাকা ছেলে দোকানমালিক জাকির হোসেনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওই ছেলেকে মারধর করেছেন। ওই নারী ছেলেকে রক্ষা করতে গেছে। আসলে জাকির হোসেন ওই নারীকে মারধর করেননি।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও একই কথা জানিয়ে বলেন, জাকির ওই নারীর ছেলের ওপর হামলা করেছেন। এ সময় ওই নারী তাঁর ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন। আসলে ওই নারীকে মারধর করা হয়নি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ক রগঞ জ প র ওই ন র ক ব এনপ র কর ছ ন র ওপর র ঘটন ব ষয়ট

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ