সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার
Published: 9th, March 2025 GMT
সংসারের অভাব ঘুচাতে ধারকর্য করে এক নির্মাণ শ্রমিক তাঁর ছেলেকে পাঠিয়েছিলেন সৌদি আরবে। দেড় বছরের মাথায় সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সচ্ছলতা দূরের কথা, ঋণ পরিশোধ করার আগেই গত ৩ মার্চ দাম্মাম শহরের একটি এলাকায় গ্যাস সঞ্চালন লাইনের কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় মারা যান কাউছার। ৬ দিন আগে মৃত্যুর খবর পেলেও এখনও স্বজন জানেন না কবে দেশে ফিরবে তাঁর লাশ। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশালের জয়দা গ্রামে।
জানা গেছে, মঠবাড়ী ইউনিয়নের অলহরী জয়দা গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক মোতাহার আলী। ৮ ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে কাউছারও নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সংসারে একটু সচ্ছলতার মুখ দেখতে বছর দেড়েক আগে ছেলে কাউছারকে সৌদি আরবে পাঠানোর সিদ্ধান্ত নেন বাবা মোতাহার। নুন আনতে যার পান্তা ফুরায়, তাঁকে জোগাড় করতে হয় ৬ লাখ টাকা। ঋণ নিয়ে ছেলেকে পাঠান সৌদি আরবে। দাম্মাম শহরের সাক্কো নামে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন কাউছার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত ৩ মার্চ স্থানীয় সময় বেলা ১১টার দিকে দাম্মাম শহরের আল হাসা জাফরা এলাকার গ্যাস সঞ্চালন লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান কাউছার।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হন প্রতিবেশী এক প্রবাসীর কাছ থেকে। কিন্তু ৬ দিন পেরিয়ে গেলেও ছেলের লাশ বাংলাদেশি কোন সংস্থার মাধ্যমে দেশে ফিরবে, কবে ফিরবে– এসব বিষয়ে কিছুই জানেন না স্বজন। পরিবারের দাবি, সরকার যেন তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত লাশ দেশে আনতে পদক্ষেপ নেয়।
সরেজমিন দেখা গেছে, কাউছারের স্ত্রী জেসমিন তাঁর ১৫ মাসের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন। মেঝেতে বসে আছেন বাকরুদ্ধ বাবা। ছেলের খোঁজখবর জানতে চাইতেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন মোতাহার। তিনি বলেন, ‘আমার সব স্বপ্ন শেষ। এত কষ্ট, ঋণ-কর্য যার জন্য করলাম, তাকেই আল্লাহ নিয়ে গেল। আমি এখন কী করব? একদিকে ঋণের চাপ, অন্যদিকে ছেলের বউ, নাতনি ও আমার পরিবারের খরচ কীভাবে চালাব সেই চিন্তা।’
কাউছারের স্ত্রী জেসমিন বলেন, ‘তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছে। ওরে বলছিলাম, ঋণ কইরা বিদেশ যাওয়ার দরকার নাই। কোনো আপদ-বিপদ হইলে মানুষ টেহা ছাড় দিত না। ওর বিদেশ যাওয়ার আট দিন পর জন্ম হইছে মেয়েটার। এখন মেয়ের ভবিষ্যৎ দেখব কে?’
এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের অধিনস্থ ওয়েল ফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারী পরিচালক মাহবুবুল হাসান তাহেরি জানান, পরিবার আবেদন করলে তা পাঠিয়ে দেবেন ওয়েজ অর্নার কল্যাণ বোর্ডে। এর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রব স মরদ হ র ক জ করত পর ব র
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।