নারী মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে করতে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়েছে।

রিটকারী মো.

জুয়েল আজাদ সাংবাদিকদের বলেন, পাকিস্তানসহ অনেক দেশে নারী মরদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের দেশে এখনও এটি হয়নি। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় নারী মরদেহের ময়নাতদন্ত একজন নারী চিকিৎসক দিয়ে করায় বাঞ্ছনীয়। এজন্য এ সংক্রান্ত নীতিমালা তৈরির করতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বরাবরে একটি আবেদন করেছিলাম। কিন্তু তারা কোনো সাড়া দেননি। এজন্য হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে।

তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ ময়ন তদন ত মরদ হ র ময়ন তদন ত

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ