নির্মাতা সুদীপ্ত সেনের সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে আদা শর্মার। মাত্র ৯ দিনে সিনেমাটি ১১২.৯৯ কোটি টাকা আয় করেছিল। সেই আদা নাকি সারাক্ষণ ভয়ে কুঁকড়ে থাকেন, আর যদি কাজ না পান!

এই আতঙ্কেই নাকি প্রতিটি সিনেমার কাজ শেষ হওয়ার পর তাঁর মনে হতে থাকে, এটিই তাঁর শেষ সিনেমা। তাঁর ভাগ্যে অভিনয়ের সুযোগ মিলবে না।

সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে এ অভিনেত্রী নারী দিবস থেকে তাঁর জীবনের সব কিছু নিয়ে অন্তরঙ্গ কথা বলেছেন। তখনই তিনি বলেছেন, “অভিনেতাত্রীদের জীবন এমনিতেই অনিশ্চিত। আমি আরও বেশি অনিশ্চয়তায় ভুগি। একটা সিনেমা শেষ হয়। আমার মনে হয়, আর আমাকে কেউ ডাকবেন না। আমি আর সিনেমার কাজ পাব না। এটিই আমার শেষ সিনেমা।”

যদিও তাঁর সঙ্গে এখনও পর্যন্ত এমন কিছু ঘটেনি। তিনি একের পর এক কাজ করছেন। তিনি সিনেমায় আর কাজ পাবেন কিনা, এই দুশ্চিন্তার পাশাপাশি দর্শক কী ভাবছেন তাঁর অভিনয় নিয়ে কিংবা দর্শকরা তাঁকে আদৌ পছন্দ করেন কিনা তাই নিয়েও আদা যথেষ্ট সচেতন। সে কথাও তিনি গোপন রাখেননি।

জানিয়েছেন, ছোট ছোট স্বপ্ন দেখে বড় তিনি হয়েছেন। ফলে, সেগুলো পূরণ হতেই তিনি খুশি। কিন্তু সিনেমা মুক্তির পর দেখেছেন, দর্শকরা তাঁকে নিয়ে বড় স্বপ্ন দেখেন!

সিনেমা মুক্তির পর অনেকে সমাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই চরিত্রটি আদার জন্য নয়। অমুক চরিত্রে তারা আদাকে দেখতে চেয়েছিলেন। অনুরাগীদের এই উচ্চাকাঙ্ক্ষাও এক সময় তাঁকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়, এমনটাই মত তাঁর।

আদার কথায়, ‘আমি যদি দর্শক-অনুরাগীদের চাহিদা পূরণ করতে না পারি, তা হলে তারা আমায় দেখবেন কেন?’ এই সময় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির কথা মনে পড়ে তাঁর। মনে হয়, এক জন্মে তিনি বোধহয় সব পূরণ করতে পারবেন না। তাঁকে হয়তো আবার জন্ম নিতে হবে!

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৫)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। চ্যাম্পিয়নস লিগে আছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ও পিএসজি-বায়ার্ন ম্যাচ।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

১ম ওয়ানডে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১

স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২

টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস
ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ