কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিয়েছন দুই সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সেলিম আলতাফ র্জজ। মঙ্গলবার দুপুরে তারা কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজির হন। এ সময় আদালতের এজলাসে ইনু ও জর্জকে কঠাগড়ায় তোলা হয় হাতকড়াসহ। এসময় ইনুর আইনজীবী তার জামিন আবেদন করেন। তবে আদালত জামিন না মঞ্জুর করে ইনুসহ দ্জুনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাসানুল হক ইনুকে হাতকড়া পরিহিত অবস্থায় কাঠগোড়ায় তোলা নিয়ে প্রতিবাদ জানান ইনুর আইনজীবীরা। এ নিয়ে অল্প সময়ের জন্য আদালত কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের এমন আচরণের বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন ইনু ও জর্জ। পরে পরিস্থিতি শান্ত হয়। ইনুর আইনজীবীসহ কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদালত সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে কুষ্টিয়া শহরে আমলাপাড়া এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম শরিফ নামে এক যুবক গুলিতে আহত হন। তার হাতে ও পায়ের মধ্যে এখনো গুলি রয়েছে। বিচারের আশায় একই বছরের ৩ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে। এই মামলায় কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এজাহারভুক্ত ৩৭ নম্বর আসামি। আর কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ৩৩ নম্বর আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের দুজনকে হাজিরা দিতে আদালতে নেওয়া হয়। কুষ্টিয়া কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে তাদের আদালত ভবনের দোতলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে নেওয়া হয়। এসময় ইনু ও জর্জের দুই হাতে সামনে রেখে হাতকড়া পড়ানো ছিল। দুজনের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে পুলিশের ভেস্ট পরানো ছিল।

২টা ১০ মিনিটের দিকে দুজনকেই এজলাসে নেওয়া হয়। এসময় হাসানুল হক ইনু হাতকড়া পরা অবস্থায় কাঠগড়ায় উঠতে আপত্তি জানান। তার আইনজীবী তানজিলুর রহমান এনাম ও আকরাম হোসেন দুলাল বলেন, কাঠগড়ায় তোলার পর এক পুলিশ কর্মকর্তা তাদেরকে বসতে বলেন। তবে সেসময় আদালতে বিচারক উপস্থিত ছিলেন না। বসার কথা শোনার সাথে সাথে হাসানুল হক ইনু উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি হাতকড়া খুলে দিতে বলেন। তবে পুলিশ কর্মকর্তারা চুপচাপ থাকেন। 

একপর্যায়ে ইনু বলতে থাকেন,‘হাতকড়া খোলেন, হাতকড়া খোলেন। কেন কাঠগড়াতে হাতকড়া পরা থাকবো।’ তবে পুরো সময় সেলিম আলতাফ জর্জ চুপ ছিলেন।

এই নিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে হাসানুল হক ইনু ও তার আইনজীবীদের বাকবিতন্ডা হয়। উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। কয়েক মিনিট এমন হবার পর এক পুলিশ কর্মকর্তা বিচারকের খাস কামরায় যান। সেখান থেকে ফিরে এসে হাসানুল হক ইনুর হাতকড়া একহাত খুলে রাখেন। পুলিশের উপ-পরিদর্শক জিলানী ওই সময় সেলিম আলতাফের হাতকড়া খুলতে গেলে তিনি খুলবেন না বলে তাকে জানান। পুলিশ জোর করলেও খুলতে দেন না তিনি।

কয়েক মিনিট পর আদালত শুরু হলে সিনিয়র আইনজীবী আকরাম হোসেন দুলাল সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর জামিন আবেদন করেন। শুনানি শেষে উপপরিদর্শক জিলানী আসামিকে জামিন না দেবার যুক্তি তুলে ধরেন।

সিনিয়র আইনজীবী আকরাম হোসেন দুলাল বলেন, একপর্যায়ে সেলিম আলতাফ জর্জ কথা বলার অনুমতি চান বিচারকের কাছে। অনুমতি নিয়ে তিনি সামনে দুই হাত হাতকড়া পরা অবস্থায় তুলে বলতে থাকেন,‘আদালতের সামনে যখন কোন আসামির হাতে হাতকড়া অবস্থায় উপাস্থাপন করা হয় এবং আদালত যদি সেটা দেখেন তাহলে এটা বুঝতে হবে টোটাল জুডিসিয়ালের হাতেই হাতকড়া।’

এসময় আদালত হাতকড়া খুলে দিতে বলেন। তবে জর্জ আর হাতকড়া খুলতে দেননি। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সবমিলিয়ে প্রায় ২০মিনিট তারা কাঠগড়াতে দাঁড়িয়ে ছিলেন।

পুলিশ দ্রুত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে বের করে প্রিজনভ্যানে তোলেন। এজলাস থেকে বের প্রিজনভ্যানে যাবার সময় আদালত চত্বরে একটু দূরে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হেসে হাত নেড়ে ইশারা দেন ইনু। এসময় তার একহাতে হাতকড়া ছিল। পাশে থাকা জর্জও হাত তুলে ইশারা দেন। তবে তার দুই হাতেই হাতকড়া ছিল।

আইনজীবী তানজিলুর রহমান বলেন, কোনো আইনে নেই এজলাসে কাঠগড়াতে আসামির হাতে হাতকড়া পরানো অবস্থায় রাখতে হবে। এ নিয়ে বেশ উত্তপ্ত ছিল এজলাস।

জানতে চাইলে কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন,‘দুজনের হাজিরার তারিখ ছিল। একজনের জামিন ধরা হয়েছিল। জামিন না মঞ্জুর হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরাতো হাতকড়া পরিয়ে ওভাবে নিয়ে যাই। আদালত যেমন বলবে, আমরা তেমন হুকুম পালন করি। আদালত পরে বলছে হাতকড়া খুলে দিতে আমরা খুলে দিয়েছি। আদালত যেই নিদের্শ দেবে সেটা আমরা শুনব। আদালত নির্দেশ দিয়েছেন আমরা হাতকড়া খুলে দিয়েছি।’ 

জর্জের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘আমরা খুলতে চেয়েছিলাম, কিন্তু তিনি খুলতে দেননি।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ তকড় এজল স প ল শ কর মকর ত র আইনজ ব অবস থ য় ক ঠগড় য় এজল স হ তকড়

এছাড়াও পড়ুন:

অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল

বাল্যবিবাহ নিরোধ আইনের একটি ধারা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। ধারাটিতে অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমা উল্লেখ রয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন।

২০১৭ সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন করা হয়। আইনের ১৮ ধারায় অপরাধ আমলে নেওয়ার সময়সীমা সম্পর্কে বলা হয়েছে। ধারাটি বলছে, অপরাধ সংঘটিত হওয়ার দুই বছরের মধ্যে অভিযোগ করা না হলে আদালত ওই অপরাধ আমলে গ্রহণ করবে না।

ওই ধারার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত মাসের শেষ দিকে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রুলে অপরাধের অভিযোগ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমা আরোপ–সংক্রান্ত বাল্যবিবাহ নিরোধ আইনের ১৮ ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের দুই সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলের বিষয়টি জানিয়ে আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে বলে ইউনিসেফের প্রতিবেদনে এসেছে। আইনের ১৮ ধারায় সময়সীমা উল্লেখ করে দুই বছরের মধ্যে মামলা না করতে পারলে কোনো আদালত অপরাধ আমলে গ্রহণ করতে পারবে না বলা হয়েছে। অর্থাৎ বিচার করতে পারবে না। যে মেয়েটির ১১–১২ বছরে বিয়ে হয় তারপক্ষে দুই বছরের মধ্যে মামলা করা সব সময় সম্ভব না–ও হতে পারে। তখন সে নিজেই শিশু। দুই বছর পর আদালত বিচার করতে পারবে না এবং সময়সীমা আইনে বেঁধে দেওয়া সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী—এমন সব যুক্তিতে রিটটি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
  • পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো–কাণ্ডের সেলিম প্রধান রিমান্ডে
  • সন্দিগ্ধ আসামি হিসেবে দেশ টিভির আরিফ ও নাসার নজরুলকে গ্রেপ্তার দেখানো হলো
  • অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল
  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে: কায়সার কামাল
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩