স্টেপ ফুটওয়্যারের স্টাইলিশ ও আরামদায়ক জুতা
আসন্ন ঈদ উৎসবকে আরও স্টাইলিশ, আনন্দময় ও উপভোগ্য করে তুলতে দেশের অন্যতম শু ব্র্যান্ড ‘স্টেপ ফুটওয়্যার’ নিয়ে এসেছে অসাধারণ ডিজাইনের বিশেষ কালেকশন। জুতার সৌন্দর্যের পাশাপাশি আরাম, টেকসই মান, ট্রেন্ডি ফ্যাশন এবং সাশ্রয়ী দামকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্রেতারা নিজের পছন্দের পণ্যটি কিনতে পারবেন এই কালেকশন থেকে। স্টেপ ফুটওয়্যারের এই কালেকশনে পুরুষের জন্য রয়েছে স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল শু, পাঞ্জাবির সঙ্গে মানানসই হাফ শু ও স্লাইড এবং নানা ডিজাইনের ক্যাজুয়াল শু। নারীর জন্য রয়েছে মিডহিল, হাইহিল, ড্রেস শু এবং বিভিন্ন ধরনের ক্যাজুয়াল শু। পাশাপাশি, বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য রয়েছে অনন্য ডিজাইন ও আকর্ষণীয় রঙের স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল শু। স্টেপ ফুটওয়্যারের জুতাগুলো দেশের সব স্টেপ আউটলেটে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্টেপের অনলাইন স্টোর থেকেও সহজেই জুতা কেনার সুযোগ রয়েছে। v
রেনেসন্স হোটেলে রমজানের বিশেষ আয়োজন
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানের বিশেষ আয়োজন। রমজান উপলক্ষে হোটেলটি সেজেছে মধ্যপ্রাচ্যের সূক্ষ্ম সজ্জায়, যা আপনাকে ঐতিহ্যের অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে।
হোটেলটি ক্রেতার জন্য এক্সক্লুসিভ রমজান স্পেশাল অফার দিচ্ছে, যেখানে রয়েছে বুফে ইফতার ও ডিনার। এতে খরচ পড়বে ৯ হাজার ৯৯৯ টাকা। বুফে সাহ্রি পাবেন ৬ হাজার ১৯৯ টাকায়। এর পাশাপাশি রমজান মাসজুড়ে টেকওয়ে সিলভার ইফতার বক্স মিলবে ৬ হাজার ৫০০ টাকায়, গোল্ড ৭ হাজার ৫০০ এবং প্লাটিনাম ৯ হাজার ৫০০ টাকায়। তাছাড়া হোটেলটিতে রমজান উপলক্ষে অন্যান্য বিশেষ পদও থাকছে। এর মধ্যে রয়েছে– সুগন্ধিত ল্যাম্ব ওউজি, স্বাদে ভরপুর ল্যাম্ব মানডি, ল্যাম্ব ট্যাজিন অলিভ, অ্যাপ্রিকট, নানা রকমের মিষ্টি ইত্যাদি। এতে প্রাইম পার্টনার হিসেবে রয়েছে প্রিমিয়ার ব্যাংক এবং এয়ারলাইন পার্টনার নভোএয়ার।
ঈদে সুন্দোরার বিশেষ ক্যাম্পেইন
ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রিমিয়াম মাল্টি-ক্যাটেগরি রিটেইলার ‘সুন্দোরা’ তাদের বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো উৎসবের আনন্দ, উপহার দেওয়া এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা। এ আয়োজনে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার থাকছে। সুন্দোরা বিউটিতে বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রিমিয়াম স্কিনকেয়ার, মেকআপ এবং পারফিউমের বিস্তৃত কালেকশন নিয়ে এসেছে। অন্যদিকে সুন্দোরা টয়েজে সব বয়সী গ্রাহকের জন্য সৃজনশীলতা ও আনন্দ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন খেলনা এবং স্টেশনারি সামগ্রী পাওয়া যাবে। ঈদে সুন্দোরা ‘বিগ ঈদ সেল’-এর আয়োজন করেছে, যেখানে বিউটি প্রডাক্টের ওপর ৬০ শতাংশ এবং খেলনার ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ৭ মার্চ থেকে শুরু হওয়া এই অফার রমজান মাসজুড়ে সুন্দোরার অনলাইন প্ল্যাটফর্ম এবং সব স্টোরে পাওয়া যাবে। সুন্দোরার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থমাস ক্যাসিন বলেন, ‘গ্রাহক সন্তুষ্টি, নতুনত্ব এবং গুণগত মান বজায় রাখার মাধ্যমে সুন্দোরা পরিবার ও ব্যক্তিগত ক্রেতাদের জন্য একটি বিশ্বস্ত রিটেইলার হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সাজগোজের ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’ ক্যাম্পেইন শুরু
ঈদ উপলক্ষে বিউটি ও লাইফস্টাইল রিটেইলার ‘সাজগোজ’ শুরু করেছে গিগা সেল ক্যাম্পেইন ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এর আওতায় কেনাকাটা করলে গ্রাহকরা ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল ডিলসসহ বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের মূল আকর্ষণ– সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে ঈদ উপহার হিসেবে ‘সাজগোজ’-এর পক্ষ থেকে পাবেন একটি ডায়মন্ড রিং এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে পাবেন ৫ হাজার ও ৩ হাজার টাকা দামের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিগা সেল প্রসঙ্গে সাজগোজের সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, ‘ঈদের কেনাকাটাকে উপভোগ্য ও ঝামেলামুক্ত এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলাই হলো আমাদের লক্ষ্য।’ v
উৎস: Samakal
কীওয়ার্ড: ক য ম প ইন ক ল কশন র জন য আনন দ রমজ ন
এছাড়াও পড়ুন:
বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
আজ ২ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) দিবস। ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করা দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটি ঊনিশতম বছরে পদার্পণ করেছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছিল নানা আয়োজন। রবিবার (২ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ।
আরো পড়ুন:
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার
মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে টিএসসি চত্ত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে কৃষি শিক্ষা ও গবেষণায় করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ার উদ্দিন চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অল্প সময়ের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারায় একটি অনন্য অবস্থান তৈরি করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণায় আগ্রহ ও সমাজসেবায় অংশগ্রহণ এই বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও গবেষণার বিনিময় জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করে। তাই পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন “
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে।
ঢাকা/আইনুল/মেহেদী