Samakal:
2025-08-01@00:35:16 GMT

খোঁজখবর

Published: 11th, March 2025 GMT

খোঁজখবর

স্টেপ ফুটওয়্যারের স্টাইলিশ ও আরামদায়ক জুতা 
আসন্ন ঈদ উৎসবকে আরও স্টাইলিশ, আনন্দময় ও উপভোগ্য করে তুলতে দেশের অন্যতম শু ব্র্যান্ড ‘স্টেপ ফুটওয়্যার’ নিয়ে এসেছে অসাধারণ ডিজাইনের বিশেষ কালেকশন। জুতার সৌন্দর্যের পাশাপাশি আরাম, টেকসই মান, ট্রেন্ডি ফ্যাশন এবং সাশ্রয়ী দামকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্রেতারা নিজের পছন্দের পণ্যটি কিনতে পারবেন এই কালেকশন থেকে। স্টেপ ফুটওয়্যারের এই কালেকশনে পুরুষের জন্য রয়েছে স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল শু, পাঞ্জাবির সঙ্গে মানানসই হাফ শু ও স্লাইড এবং নানা ডিজাইনের ক্যাজুয়াল শু। নারীর জন্য রয়েছে মিডহিল, হাইহিল, ড্রেস শু এবং বিভিন্ন ধরনের ক্যাজুয়াল শু। পাশাপাশি, বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য রয়েছে অনন্য ডিজাইন ও আকর্ষণীয় রঙের স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল শু। স্টেপ ফুটওয়্যারের জুতাগুলো দেশের সব স্টেপ আউটলেটে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্টেপের অনলাইন স্টোর থেকেও সহজেই জুতা কেনার সুযোগ রয়েছে। v
 

রেনেসন্স হোটেলে রমজানের বিশেষ আয়োজন
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানের বিশেষ আয়োজন। রমজান উপলক্ষে হোটেলটি সেজেছে মধ্যপ্রাচ্যের সূক্ষ্ম সজ্জায়, যা আপনাকে ঐতিহ্যের অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে। 
হোটেলটি ক্রেতার জন্য এক্সক্লুসিভ রমজান স্পেশাল অফার দিচ্ছে, যেখানে রয়েছে বুফে ইফতার ও ডিনার। এতে খরচ পড়বে ৯ হাজার ৯৯৯ টাকা। বুফে সাহ্‌রি পাবেন ৬ হাজার ১৯৯ টাকায়। এর পাশাপাশি রমজান মাসজুড়ে টেকওয়ে সিলভার ইফতার বক্স মিলবে ৬ হাজার ৫০০ টাকায়, গোল্ড ৭ হাজার ৫০০ এবং প্লাটিনাম ৯ হাজার ৫০০ টাকায়। তাছাড়া হোটেলটিতে রমজান উপলক্ষে অন্যান্য বিশেষ পদও থাকছে। এর মধ্যে রয়েছে– সুগন্ধিত ল্যাম্ব ওউজি, স্বাদে ভরপুর ল্যাম্ব মানডি, ল্যাম্ব ট্যাজিন অলিভ, অ্যাপ্রিকট, নানা রকমের মিষ্টি ইত্যাদি। এতে প্রাইম পার্টনার হিসেবে রয়েছে প্রিমিয়ার ব্যাংক এবং এয়ারলাইন পার্টনার নভোএয়ার। 

ঈদে সুন্দোরার বিশেষ ক্যাম্পেইন 
ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রিমিয়াম মাল্টি-ক্যাটেগরি রিটেইলার ‘সুন্দোরা’ তাদের বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো উৎসবের আনন্দ, উপহার দেওয়া এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা। এ আয়োজনে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার থাকছে। সুন্দোরা বিউটিতে বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রিমিয়াম স্কিনকেয়ার, মেকআপ এবং পারফিউমের বিস্তৃত কালেকশন নিয়ে এসেছে। অন্যদিকে সুন্দোরা টয়েজে সব বয়সী গ্রাহকের জন্য সৃজনশীলতা ও আনন্দ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন খেলনা এবং স্টেশনারি সামগ্রী পাওয়া যাবে। ঈদে সুন্দোরা ‘বিগ ঈদ সেল’-এর আয়োজন করেছে, যেখানে বিউটি প্রডাক্টের ওপর ৬০ শতাংশ এবং খেলনার ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ৭ মার্চ থেকে শুরু হওয়া এই অফার রমজান মাসজুড়ে সুন্দোরার অনলাইন প্ল্যাটফর্ম এবং সব স্টোরে পাওয়া যাবে। সুন্দোরার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থমাস ক্যাসিন বলেন, ‘গ্রাহক সন্তুষ্টি, নতুনত্ব এবং গুণগত মান বজায় রাখার মাধ্যমে সুন্দোরা পরিবার ও ব্যক্তিগত ক্রেতাদের জন্য একটি বিশ্বস্ত রিটেইলার হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

সাজগোজের ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’ ক্যাম্পেইন শুরু
ঈদ উপলক্ষে বিউটি ও লাইফস্টাইল রিটেইলার ‘সাজগোজ’ শুরু করেছে গিগা সেল ক্যাম্পেইন ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এর আওতায় কেনাকাটা করলে গ্রাহকরা ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল ডিলসসহ বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের মূল আকর্ষণ– সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে ঈদ উপহার হিসেবে ‘সাজগোজ’-এর পক্ষ থেকে পাবেন একটি ডায়মন্ড রিং এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে পাবেন ৫ হাজার ও ৩ হাজার টাকা দামের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিগা সেল প্রসঙ্গে সাজগোজের সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, ‘ঈদের কেনাকাটাকে উপভোগ্য ও ঝামেলামুক্ত এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলাই হলো আমাদের লক্ষ্য।’ v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য ম প ইন ক ল কশন র জন য আনন দ রমজ ন

এছাড়াও পড়ুন:

২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।

নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।

এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা
  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • অসুস্থ নেতাদের খোঁজ নিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সজল
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন