ঢাকায় আদালতের সিঁড়ির নিচ থেকে হাতকড়া খুলে পালানো গণধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার শহিদুল হক কিশোরগঞ্জের তাড়াইল থানার সেকেন্দারনগর এলাকার রোকন মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত রাত পৌনে ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকা থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার গণধর্ষণ মামলার প্রধান আসামি। গত ১৭ ফ্রেব্রুয়ারি কেরাণীগঞ্জ মডেল থানা থেকে শহিদুল ইসলামসহ ১২ জনকে হাতকড়া ও কোমরে রশি লাগিয়ে ঢাকার জজ কোর্ট হাজতখানায় নিয়ে যায়। পরে হাজতখানা থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার উপস্থাপনের জন্য রওয়ানা করেন। আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে নিয়ে যাওয়ার সময় আসামি শহিদুল ইসলাম কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। পরে অনেক চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

আরো পড়ুন:

রাজশাহীতে ‘ধর্ষণ’ মামলার আসামি গ্রেপ্তার

ভাগ্নিকে ‘ধর্ষণ’ চেষ্টার আসামি নাটোরে গ্রেপ্তার

আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি ঢাকা পুলিশ কন্ট্রোল রুম থেকে দেশব্যাপী জানানো হয়। সেখান থেকে জানানোর পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

ময়মনসিংহ র‍্যাব-১৪'র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.

শামসুজ্জামান জানান, গ্রেপ্তার আসামিকে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ঢাকা/মিলন/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর য ব ১৪ হ তকড়

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২