২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে কর্মীদের হত্যাকারী  প্রশাসনের অতিউৎসাহী সদস্যদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও  পেশাজীবিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। এসময় বক্তারা বলেন, কোন আন্দোলনের রক্ত বৃথা যায় না, প্রতিটা রক্তের ফোটার জবাব দিতে হবে। 

২০১৩ সালের জঘন্য গণ হত্যায় যারা যেভাবে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে হিসাবের খাতায় আনতে হবে। বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে শাপলা চত্ত্বর ও চিটাগাংরোডের হত্যাকান্ডের বিচার দ্রুত করতে হবে। 

স্থানীয়ভাবে আওয়ামীলীগের যারা সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। হেফাজতের সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন যারা বিভিন্নভাবে হয়রানি মূলক মামলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সবাইকে পুনর্বাসনের জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে একটি স্বতন্ত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য দাবি নিয়ে যেতে হবে। 

জুলাই ফাউন্ডেশন যদি হতে পারে তাহলে শাপলা ফাউন্ডেশনও করতে হবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০১৩ সালে যারা নিহত-আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা মামলা-হামলার শিকার হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে।    

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি কাসেম আল হোসাইনীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাইখুল হাদীস মুফতি বশিরুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল  ইসলাম, ঢাকা মহানগর ১০ নং জোনের সাধারণ সম্পাদক মুফতি শরীফুল্লাহ তারেকী, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক নূর হোসাইন নূরানী ও মাওলানা জাকারিয়া আল ফরহাদ প্রমুখ।

সভায় বক্তরা আরও  বলেন, যারা চাঁদাবাজী করে তারা যত বড় দলের লোকই হোক তাদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামীলীগ এত বড় দল ছিলো যে তাদের সামনে বিএনপির ৩জন মানুষ এক সাথে দাড়াতে পারেনি। এখন যদি বিএনপি বলে তারা বড় দল, তারা শক্তিশালী দল এগুলা আমরা বিশ্বাস করি না। হেফজতে ইসলাম রাত ২টা পর্যন্ত শাপলা চত্ত্বরে অবস্থান করেছিলো।

আর ২৮ তারিখে বিএনপি আছরের আগেই চলে গিয়েছে। যারা এখনো ক্ষমতায় আসেনি কিন্তু তারা চাঁদাবাজী শুরু করে দিয়েছে। এমন কোন স্কুল নেই যে তারা দখল করে নাই। থানা গুলো তারা দখল করেছে, ওসিদেরকে তারা দখল করেছে। ওসিরা এখন তাদের কথায় উঠাবসা করে।

বক্তারা আরও বলেন, নাস্তিক ছাড়া চরমোনাই-জামায়াত ইসলামিসহ সব ইসলামিকগুলো আমরা এক সাথে ঐক্য নিয়ে আছি। আমাদের নিজেদের মধ্যে কোন বিভাজন নেই। আমরা সবাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সবসময় রুখে দাড়াবো। ২০১৩ সাল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে হেফাজতে ইসলাম অগ্রনী ভূমিকা পালন করেছে।

৫ আগষ্টের আন্দোলনেও হেফাজতে ইসলাম রক্ত জড়িয়েছে। আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ২০১৩ স ল ইসল ম ব

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ