ময়মনসিংহে রেললাইন থেকে ক্লিপ চুরি করার সময় রাজন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত রাজন (২২) নগরীর কেওয়াটখালী এলাকার কাশেমের ছেলে।
শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টা দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার এ চুরির ঘটনা ঘটে।
গেইটকিপার শাকিল জানান, রেললাইন থেকে ক্লিপ খোলার আওয়াজ শুনে খোঁজে গিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাগভর্তি রেলক্লিপসহ চারজন পালিয়ে যাচ্ছে। এ সময় রাজনকে আটক করা সম্ভব হলেও অপর তিনজন সেখান থেকে পালিয়ে যায়।
আরো পড়ুন:
গাইবান্ধায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি
চট্টগ্রামে হেলমেট চোরে অতিষ্ঠ বাইকাররা, গ্রেপ্তার ২
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার জানান, এই ঘটনায় মামলার পর আসামি রাজনকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/মিলন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।