ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
Published: 16th, March 2025 GMT
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় একটি শিল্প কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা।
রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে লুমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, প্রতিমাসেই বেতন দিতে দেরি করে কারখানা কর্তৃপক্ষ। রমজান মাস উপলক্ষে আগে বেতন দিতে বলা হয়েছিল তাদের। আজ বেতন দেওয়ার কথা ছিল। এখন কর্তৃপক্ষ বলেছে, আজও নাকি বেতন দেবে না। রমজান মাস বেতন ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন।
আরো পড়ুন:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
ঈদ বোনাসের দাবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ
লুমেন টেক্সটাইল কারখানা শ্রমিক আনোয়ার হোসেন বলেন, “আমাদের কারখানায় ৩০০-৪০০ জন শ্রমিক কাজ করেন। রাত ১১টা ১২টা পর্যন্ত ডিউটি করায় কোনো নাইট বিল দেয় না কর্তৃপক্ষ। ইনক্রিমেন্ট নেই। ডিসেম্বর থেকে ছুটি দেয়নি। মাসের ১৫-২০ তারিখ বেতন দেয়। রমজান মাসের কারণে আগে বেতন চেয়েছি, তবু ম্যানেজমেন্ট গুরুত্ব দেয় না। বেতন দেওয়ার কথা কিন্তু দেবে না বলে ঘোষণা দিয়েছে। এজন্য আমরা মহাসড়ক অবরোধ করেছি।”
এ বিষয়ে জানতে লুমেন টেক্সটাইল কারখানার ভেতরে গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। বর্তমানে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।