ইংল্যান্ডের প্রতিটা শহরেই একের অধিক ক্লাব আছে। তবে নিউক্যাসলই একমাত্র শহর যেখানে কেবল একটি ক্লাব। এই ক্লাবের ফুটবলাদের ভালোবেসে সমর্থকরা ‘টুন আর্মি’ ডাকে। সেই টুন আর্মিরা সবশেষ ৭০ বছর জেতেনি কোন ঘরোয়া শিরোপা। ২০২১ সালের আগস্টে সৌদি মালিকানার অধীনে ক্লাবটি গেলে, শিরোপা জেতাটা সময়ের ব্যাপার ছিল। তবে এরপরও সাড়ে তিন বছর লাগল। তবে এসবে সমর্থকদের থোড়াই কেয়ার। অবশেষে ইংল্যান্ডে কোন উল্লেখযোগ্য শিরোপা জিতল দলটি।

সুপার সানডেতে (১৬ মার্চ, ২০২৫) লিগ কাপের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হয়েছিল নিউক্যাসল। যেখানে ২-১ ব্যবধানে অল রেডদের হারিয়ে ১৯৫৫ সালের পর আবারও কোন ঘরোয়া আসরের শিরোপা উঁচিয়ে ধরল ম্যাগপাইরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকরা মাঠে ঢুকার মুহূর্তে স্কাই স্পোর্টস এক প্রবীন নিউক্যাসল সমর্থকের সাক্ষৎকার নিয়েছিল। সেখানে তাকে কেমন অনূভব করছেন জিজ্ঞেস করলে, তিনি আবেগী উত্তর দেন, “নার্ভাস.

..”। সাংবাদিক এবার বলেন, আপনাকে তো খুবই আবেগী মনে হচ্ছে! এর উত্তরে সেই সমর্থক বলেন, “৬০ বছর ধরে সমর্থন করছি, নিউক্যাসল আমার রক্তে।” এরপর চিরাচরিত নিয়মে সাংবাদিক জনপ্রিয় কথাগুলো আদায় করতে প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় ৭০ বছরের আক্ষেপ এবার ফুরোতে যাচ্ছে? সমর্থকের উত্তর দিলেন অনেক গভীরভাবে, “শিরোপা জয়ের ব্যাপরটা আমি গায়েই মাখাচ্ছি না, আমি শুধু জানি একটা ‘নবযুগের’ শুরু হতে যাচ্ছে।”

আরো পড়ুন:

অ্যানফিল্ডে রূপকথার গল্প লিখল পিএসজি

অ্যানফিল্ডে জাদু দেখানোর অপেক্ষায় পিএসজি

সমর্থকরা ধরে নিয়েই এসেছে যে, লিভারপুলের কাছে তারা হারতেই পারে, তবে থেমে থাকা যাবে না। শিরোপা জিতুক বা হারুক, তাদের সমর্থন আজীবনই থাকবে। এটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে সুপার ফর্মে থাকা লিভারপুলের সাথে নিউক্যাসলের।

১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর নিউক্যাসল আরেকটা শিরোপা জিতেছে বটে, তবে সেটা ইউরোপে। ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ জিতেছিল ম্যাগপাইরা। যা বর্তমানে ইউরোপা লিগ। এরপর আরও ৫ বার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে ওঠে, যার ৩টি এফএ কাপ ও ২টি লিগ কাপ। সবশেষ ২০২২/২৩ মৌসুমে একই প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে রানার্স আপ হয়েছিল তারা।

অন্যদিকে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়া লিভারপুল মাত্র ৪ দিনের ব্যবধানে বিধ্বস্ত। হেক্স ( একই মৌসুমে ৬ শিরোপা) জেতার মৌসুমে গত মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) দিবাগত রাতে তারা পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয়। এরপর গতরাতে লিগা কাপ খোয়ালো আর্নে স্লটের দল।

৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোলের জন্য লিভারপুল নিতে পারে কেবল সাতটি শট, এর দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে নিউক্যাসলের ১৭ শটের ছয়টি ছিল লক্ষ্যে। ড্যান বার্নের ৪৫ মিনিটের গোলে প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। বিরতির পর ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

আট মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিউক্যাসলের জালে বল পাঠান ফ্রেদরিক চিয়েসা। শুরুতে অফসাইড দিলেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। তাতে জেগে ওঠে লিভারপুলের আশা। তবে রুদ্ধশ্বাস উত্তেজনার বাকি সময়টায় গোলের আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি অল রেডরা।

তাতেই শেষ হয় নিউক্যাসলের ৫৬ বছরের আক্ষেপ। ওয়েম্বলিতে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল নিউক্যাসলের তিন প্রজন্ম। যারা প্রিয় ম্যাগপাইদের ঘরোয়া শিরোপা জিততে দেখেনি। নিউ ক্যাসলের হয়ে প্রথম গোল করা ড্যান বার্ন তো বলেই ফেললেন, “আমি আজ ঘুমাবো না, কারণ আমার মনে হচ্ছে আমি স্বপ্নে আছি।” টুনেও (নিউক্যাসল) কাল রাতে হয়ত কেউ ঘুমাতে পারেনি। তাদের মধুর স্বপ্ন যে চলছেই। সারা পৃথিবীতে আকাশ তার জাগাতে থাকলেও, উত্তর-পূর্ব ইংল্যান্ডের নিউক্যাসলে গতরাতের আকাশ নেমে এসেছিল মাটির কাছেই।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।

পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’

পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’ 

পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
  • টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা
  • মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা