স্পেনে বার্সা-রিয়ালের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা, ফ্রান্সে ট্রফির অপেক্ষায় পিএসজি
Published: 17th, March 2025 GMT
ধীরে ধীরে পরিণতির দিকে এগোচ্ছে ইউরোপের শীর্ষ ৫ ঘরোয়া লিগের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ফ্রেঞ্চ লিগ আঁ-তে এরই মধ্যে ট্রফির গন্তব্য দৃশ্যমান। প্রিমিয়ার লিগে যেমন লিভারপুলের হাতেই লাগাম। আর লিগ আঁ-তে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া শুধুই সময়ের ব্যাপার। তবে স্প্যানিশ লা লিগা কিংবা ইতালিয়ান সিরি ‘আ’তে দৃশ্যপট ভিন্ন।
জার্মান বুন্দেসলিগাও শেষ মুহূর্তে জমে উঠতে পারে। উত্তাপটা অবশ্য শুধু চ্যাম্পিয়ন হওয়ারই নয়, শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া নিয়েও ক্লাবগুলো মধ্যে চলছে মিউজিক্যাল চেয়ার খেলা।
লড়াইয়ে কি তবে রিয়াল-বার্সাই
লা লিগার শিরোপা লড়াইটা ধীরে ধীরে তিন থেকে দুই দলের মধ্যে সীমিত হওয়ার পথে। বিশেষ করে গতকাল রাতের থ্রিলারে বার্সেলোনার কাছে ৪-২ গোলে আতলেতিকো মাদ্রিদের হারের পর চিত্রনাট্যে এখন বেশ পরিবর্তন এসেছে। এই ম্যাচের পর ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।
আরও পড়ুনঘুরে দাঁড়ানো কাকে বলে দেখিয়ে দিল বার্সেলোনা৩ ঘণ্টা আগেআর নিজেদের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা রিয়াল আছে দুইয়ে। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৬০। কিন্তু গোল ব্যবধানে বার্সার (+৪৮) চেয়ে রিয়াল (+৩২) বেশ পিছিয়ে। আর তিনে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬। এমন পরিস্থিতিতে রিয়াল-বার্সাকে টেক্কা দিতে হলে দ্রুত লড়াইয়ে ফিরতে হবে আতলেতিকোকে। পাশাপাশি শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে।
১২ পয়েন্টে এগিয়ে লিভারপুল
৫ দিনের ব্যবধানে দুটি শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়া লিভারপুলের এই সপ্তাহে লিগে কোনো খেলা ছিল না। তবে লিভারপুল সমর্থকেরা হাঁপ ছেড়ে বাঁচতে পারেন যে দুর্দশা আসার আগে অন্তত লিগে বড় ব্যবধানে এগিয়ে আছে তাদের দল। ২৯ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।
সর্বশেষ গতকাল রাতে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। তবে এই জয়ের পরও লিভারপুলের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। এখন ৯ ম্যাচ হাতে রেখে শিরোপা লড়াইয়ে লিভারপুলকে টেক্কা দিতে হলে অতিনাটকীয় কিছুর অপেক্ষা করতে হবে আর্সেনালকে।
আরও পড়ুনচেলসিকে হারানোর পরও লিভারপুলের অনেক পেছনেই রয়ে গেল আর্সেনাল ১৫ ঘণ্টা আগেএকদিকে ছন্দ হারানো লিভারপুলের পয়েন্ট হারানোর প্রার্থনা যেমন করতে হবে, তেমনি নিজেদের ম্যাচগুলোতেও জয়রথ ধরে রাখতে হবে। এই লিগে শীর্ষ চার নিয়েও আছে নানামুখী দ্বৈরথ। নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রাইটনের সঙ্গে ড্র করার পর ৪৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি এখন আছে ৫ নম্বরে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চারে আছে চেলসি।
নাপোলির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ইন্টার
কদিন আগেও সিরি ‘আ’র পয়েন্ট তালিকার শীর্ষে ছিল নাপোলি। কিন্তু মাত্র কয়েক ম্যাচের ব্যবধানে নাপোলিকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে ইন্টার মিলান। ২৯ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৬৪। গত রাতে নিজেদের সর্বশেষ ম্যাচে আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে দুইয়ে থাকা নাপোলির পয়েন্ট ২৯ ম্যাচে ৬১। ৩ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ার জন্য কেবল নিজেদেরকেই দুষতে পারে তারা। সর্বশেষ ম্যাচে অবনমন অঞ্চলের দল ভেনেৎসিয়ার সঙ্গেও যে গোলশূন্য ড্র করেছে নাপোলি। এদিকে ইন্টারের কাছে হারের পর আতালান্তার শিরোপা লড়াইয়ে থাকাও এখন কঠিন। ২৯ ম্যাচে দলটির পয়েন্ট ৫৮।
তবু এগিয়ে বায়ার্ন
বুন্দেসলিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এরপরও শীর্ষস্থান ভালোভাবে দখলে রেখেছে তারা। ২৬ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬২। হ্যারি কেইন-জামাল মুসিয়ালাদের পয়েন্ট হারানোর সুযোগটা অবশ্য দারুণভাবে কাজে লাগিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। স্টুটগার্টকে গতকাল রাতে লেভারকুসেন হারিয়েছে ৪-৩ গোলে। এ জয়ের পর ২৬ ম্যাচে জাবি আলোনসোর দলের পয়েন্ট ৫৬। তবে শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে এখনো ৬ পয়েন্টে পিছিয়ে তারা। হাতে থাকা ৮ ম্যাচ দিয়ে লেভারকুসেন এই ব্যবধান কমাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।
পিএসজির শিরোপা জয় শুধুই সময়ের ব্যাপার
২৬ ম্যাচ শেষে কোনো দল যদি ১৯ পয়েন্টে এগিয়ে থাকে, তাহলে চাইলেই সেই দলকে শিরোপা দিয়ে দেওয়া যায়। লিগ আঁ-তে পিএসজির অবস্থা অনেকটা তেমনই। শীর্ষ পাঁচ লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে গতকাল রাতে ৩-১ গোলে জিতেছে পিএসজি।
আরও পড়ুনটাইব্রেকারে হেরে বিদায় লিভারপুলের, দোন্নারুম্মার বীরত্বে শেষ আটে পিএসজি১১ মার্চ ২০২৫এই জয়ের পর ২৬ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৪৯। পরের ম্যাচে যদি পিএসজি জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৭১ এবং এগিয়ে যাবে ২২ পয়েন্টে। আর নিজেদের পরের ম্যাচে মার্শেই হেরে গেলে তাদের পয়েন্ট ৪৯-ই থেকে যাবে। অর্থাৎ পরের ৭ ম্যাচের সব কটি জিতলেও পিএসজিকে ছুঁতে পারবে না তারা। ফলে এখন পিএসজির সামনে সুযোগ আছে পরের ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার। শেষ পর্যন্ত সেটি না হলেও খুব দ্রুতই ট্রফিটা তাদের হাতে ওঠা নিশ্চিত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল র ত ২৯ ম য চ প এসজ র ব যবধ ন ইন ট র
এছাড়াও পড়ুন:
করের চাপ কমানোর দাবি ব্যবসায়ীদের
আগামী ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে করের চাপ কমানোর দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। তাঁরা বলছেন, করজাল বৃদ্ধি না পাওয়ায় যাঁরা কর দেন, তাঁদের ওপরই করের চাপ দেওয়া হচ্ছে। এমনকি করহারের চেয়েও প্রকৃতপক্ষে অনেক বেশি কর দিতে হয় তাঁদের। এ ছাড়া পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তারা ব্যবসায়ীদের যে হয়রানি করেন, তা বন্ধ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় এ দাবিগুলো জানান বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। এনবিআর এবং ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
পরামর্শক সভায় বিভিন্ন খাতের প্রায় ৪০ জন ব্যবসায়ী নেতা বাজেটে বাস্তবায়নের জন্য নানা দাবি তুলে ধরেন। শুরুতে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ বছরের বেশি বয়সের করদাতাদের জন্য এই সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব দেন। তিনি বলেন, মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানো জরুরি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের নিত্যপণ্য কিনতে আয়ের বড় অংশ ব্যয় করতে হচ্ছে। এই বাস্তবতায় বিদ্যমান করকাঠামো তাঁদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
এ ছাড়া পণ্য রপ্তানিতে পাঁচ বছরের জন্য উৎসে কর দশমিক ৫০ শতাংশ করা, আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ধাপে ধাপে কমিয়ে আনা, স্থানীয় পর্যায়ে সব পণ্য সরবরাহে মূসক ২ শতাংশ নির্ধারণ, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে এইচএস কোডে ভুলের জন্য জরিমানার যে বিধান আছে, সেটি বাতিলের সুপারিশ করেছে এফবিসিসিআই।
অন্যদিকে বাজেটে করহার না কমানোর ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, করহার আর কমানো সম্ভব নয়। তবে ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর চেষ্টা থাকবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সব কথা হয়তো শুনতে পারব না। কারণ, সরকারের রাজস্ব আয় কমানো যাবে না। সরকার চালাতে রাজস্বের প্রয়োজন।’
করজাল বাড়ানোর ওপর জোরকরজাল বাড়ানোর ওপর জোর দিয়ে মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, করজাল বাড়ানোর বিষয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি নেই। দেশে ১ কোটি ১৪ লাখ করদাতা রয়েছেন। এর মধ্যে ৪৫ লাখ রিটার্ন দেন, যাঁদের দুই-তৃতীয়াংশ শূন্য রিটার্ন জমা দেন। ফলে এখানে গুণগত পরিবর্তন দরকার। করজাল না বাড়িয়ে বর্তমান করদাতার ওপর বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। এতে রাজস্ব বোর্ডের সঙ্গে করদাতাদের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়।
সরকারের মোট রাজস্ব আহরণের ৮৪ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম থেকে আসে—এমন তথ্য দিয়ে ঢাকা চেম্বারের সহসভাপতি রাজীব চৌধুরী বলেন, অনানুষ্ঠানিক খাত থেকে কর আহরণ বাড়ানোর কোনো উদ্যোগ নেই। অথচ দেশের অর্থনীতিতে ৬০-৭০ শতাংশ অবদানই এই খাতের।
তিন পার্বত্য জেলায় তিনটি কর অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান রাঙামাটি চেম্বারের প্রতিনিধি বেলায়েত হোসেন ভূঁইয়া। তিনি বলেন, মানুষের মন থেকে করভীতি দূর করতে হবে। তাহলে স্বচ্ছন্দে কর দেওয়ার প্রবণতা বাড়বে।
গ্যাস-বিদ্যুৎ চান ব্যবসায়ীরাকুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে বিপুল পরিমাণ বিনিয়োগ করেও গ্যাস–বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরাসহ অনেকেই কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) বিনিয়োগ করেছেন। আমরা ৬০ কোটি ডলার বিনিয়োগ করেছি। তবে দুই বছরেও গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছি না। আমরা বিদেশিদের বিনিয়োগের জন্য ডাকছি। অথচ নিজের দেশের উদ্যোক্তারা জ্বালানিসংকটে ভুগছেন। এটা অবশ্যই গুরুত্বসহকারে দেখতে হবে।’
মোস্তফা কামাল আরও বলেন, সবাই করজাল বাড়ানোর কথা বলেছেন। বাস্তবতা হলো, যাঁরা কর দেন, তাঁদের ওপর আরও বেশি করের চাপ আসে। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকের ব্যাংক হিসাব ও করনথি তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া তিনি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ঢালাওভাবে তল্লাশি করে ব্যবসায়ীদের যেন হয়রানি করা না হয়, সে জন্য এনবিআরকে অনুরোধ জানান।
সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বিসিএমইএর সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে সিরামিক খাতের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। সিরামিক পণ্যের মূল কাঁচামাল হিসেবে যে মাটি আমদানি করা হয়, তার মধ্যে ২০-৩০ শতাংশ পানি থাকে। এটি বাদ দিয়ে শুল্কায়ন করা হলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।’
ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর দাবিফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে ৯ শতাংশ করার দাবি জানান আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের পরিচালক আইয়ুব আলী। তিনি বলেন, বর্তমানে ফ্ল্যাটের নিবন্ধন ফি সর্বমোট ১৮ শতাংশে গিয়ে দাঁড়াচ্ছে। এটি কমানো গেলে গ্রাহকেরা ফ্ল্যাট নিবন্ধনে আগ্রহী হবেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘নিবন্ধন ফি কমানোর ক্ষেত্রে জমি বা ফ্ল্যাটের প্রকৃত মূল্যায়ন হচ্ছে বড় সমস্যা। এটা ঠিক করা গেলে নিবন্ধন ফি ৯ শতাংশ করা হলেও সরকারের রাজস্ব আদায় বাড়বে। এটার জন্য আমরা চেষ্টা করছি। হয়তো একদিন সফল হব।’
নির্মাণ খাতের অন্যতম প্রয়োজনীয় উপাদান ইস্পাতশিল্পে সরকারের বিশেষ নজর দাবি করেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শেখ মাসাদুল আলম। তিনি বলেন, ‘কাস্টমসের অব্যবস্থাপনা দূর করতে হবে। এক টন স্ক্র্যাপ আনতে ১ হাজার ২০০ টাকা কর দিই। কিন্তু চালানে কোনো স্ক্র্যাপ ৫-৭ ফুট দীর্ঘ হলেও হয়রানি করা হয়। এতে সময় ও অর্থ অপচয় হয়। এখান থেকে বের হতে হবে।’
শুল্ক কমান, রপ্তানি বাড়বেপ্লাস্টিকের খেলনা তৈরিতে ব্যবহৃত উপাদান আমদানিতে শুল্ক কমানো হলে রপ্তানি বাড়বে বলে মন্তব্য করেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ। তিনি বলেন, খেলনাশিল্প খুবই সম্ভাবনাময়। দেশে কারখানা গড়ে ওঠায় খেলনা আমদানি কমে গেছে। রপ্তানিও হচ্ছে অনেক দেশে।
সিলেট চেম্বারের প্রতিনিধি হিসকিল গুলজার বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য পরিবহন শুরু হয়েছে। সেখান থেকে দিনে ১২-১৪টি আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে। হ্যান্ডলিং চার্জসহ অন্যান্য মাশুল কমানো গেলে পণ্য রপ্তানি বাড়বে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে।
ব্যবসা-বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে বলে মন্তব্য করেন বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ। তিনি বলেন, ‘একসময় যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিটিএমএ ছাড়পত্র দিত। কোনো বিতর্ক হয়নি। এনবিআর পুরো বিষয়টি নিজের হাতে নেওয়ার পর জটিলতা বেড়েছে। দেখা যায়, ৩০ হাজার টাকা শুল্ক–কর জমা দিতে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়।’
ভারত থেকে বেনাপোল দিয়ে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দেন তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন।
নিট পোশাকশিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান প্রশাসন বেশ কিছু উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের সেবা মসৃণ হয়েছে। তবে বন্ড কমিশনারেট কার্যালয়ের নিচের দিকে কিছু সমস্যা রয়ে গেছে। সেখানে নজর দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।