কিষানি থেকে উদ্যোক্তা উপকূলের নারীরা, নিজের জমিতে ধান, পুকুরে মাছ চাষ
Published: 17th, March 2025 GMT
সংসারের খরচ মেটাতে মাঝে মধ্যে অন্যের জমিতে কাজ করতেন উপকূলীয় উপজেলা দাকোপের তিলডাঙ্গা গ্রামের রাধিকা শীল। কিন্তু বছরখানেক আগে তিনি নিজের জমিতে চাষ করার সিদ্ধান্ত নিলেন। বেসরকারি একটি সংস্থা বীজ, সার ও অর্থ সহায়তা দিল। সরকারের কৃষি বিভাগ দিল প্রশিক্ষণ। এখন নিজের পুকুরে মাছ ও ধান চাষ করেন রাধিকা।
রাধিকা শীল জানান, আগে বছরের বড় একটি সময় ঋণ করে চলা লাগত। এখন বাড়ির সামনের জমিতে মাছ, ধান ও সবজি চাষ করেন। সমন্বিত খামার থেকে বছরে প্রায় ১ লাখ টাকা আয় হয়। আগের ঋণ পরিশোধের পর এখন কিছু টাকাও জমেছে। নতুন করে এ বছর কুমড়ো ও সবজি চাষের জন্য এক বিঘা জমি ইজারা নিয়েছেন।
শুধু রাধিকা শীলই নন, বিভিন্ন সংস্থার সহযোগিতায় কৃষিশ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে উঠেছেন উপকূলের নারীরা। তারা এখন নিজেরাই নিজেদের জমিতে ফসল ফলান। কেউবা মাছ চাষ করেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমুদ্রের কাছাকাছি হওয়ায় উপকূলের বেশির ভাগ গ্রাম লবণাক্ততায় আক্রান্ত। এখানে ফসল ফলানো চ্যালেঞ্জ। তা ছাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই ফসল নষ্ট হয়। এসব কারণে দাকোপ, কয়রাসহ উপকূলের উপজেলাগুলোতে কৃষিকাজে অনাগ্রহ ছিল মানুষের।
সম্প্রতি লবণসহিষ্ণু ধান, সবজিসহ বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন এবং অনেক বেসরকারি সংস্থার সহযোগিতায় কৃষকদের মাঝে চাষাবাদের পুরোনো ঝোঁক ফিরে এসেছে। তারা ফসলের পানির জন্য পুকুর তৈরি করছেন। সেই পানিতে মাছ, ধান ও সবজি সমন্বিত চাষে ভাগ্য বদলাচ্ছে অনেকের।
দাকোপ ও কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোর মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। বাকিরা কৃষিকাজ ও মাছ চাষ করেন। দাকোপের বিভিন্ন গ্রামে গৃহস্থালি কাজের পাশাপাশি মাঠেও শ্রমিকের কাজ করেন নারীরা।
সহজাত এই শিক্ষাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে পরিণত করতে ভূমিকা রেখেছে বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড। দুই উপজেলার প্রায় ৬ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে পরিণত করেছে তারা।
দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের মধ্যপাড়ার চন্দ্রা বিশ্বাস তাদেরই একজন। তিনি বলেন, আগে অন্যের জমিতে কাজ করার পাশাপাশি সবজি চাষ করেছেন। কিন্তু প্রশিক্ষণ নেওয়ার পর সবকিছুই পাল্টে গেছে। এখন মাছও চাষ করেন তিনি। আইলে টমেটো, লাউ, ঢ্যাঁড়শসহ বিভিন্ন সবজি চাষ করেন। দুটি থেকেই আয় হয়।
একই ধরনের বক্তব্য দিলেন একই গ্রামের মমতা রায়। পশু পালনের পাশাপাশি সবজি চাষ করে স্বাবলম্বী তিনি। তাঁর ক্ষেতে কাজ করেন গ্রামের অনেক পুরুষ।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে লবণপানিতে চিংড়ি চাষের কারণে এখানে মানুষের মধ্যে চাষের প্রবণতা কম ছিল। এখন দ্রুত সেটা বাড়ছে। নারীরাও এক্ষেত্রে এগিয়ে রয়েছেন।
উপকূলের নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে যারা কাজ করছে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড তাদের মধ্যে অন্যতম। কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোআইসার অর্থায়নে পাঁচ বছর ধরে এ কাজ করছেন তারা।
সংস্থার ক্লাইমেট চেঞ্জ রেসিলেন্স প্রোগ্রাম ম্যানেজার মশিউর রহমান বলেন, উপকূলের অতিদরিদ্র ৪ হাজার পরিবারকে বাছাই করে তাদের বীজ থেকে চারা উৎপাদন, কম পানি ব্যবহার করে ফসল উৎপাদন, হাস-মুরগি, ছাগল পালন ও ঘেরের আইলে সবজি চাষসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের সবাই নারী। শুরুতে সামান্য কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হলেও নারীরাই তাদের প্রচেষ্টায় ঋণ নিয়ে বড় খামার তৈরি করেছেন। নিজেদের প্রচেষ্টায় উপকূলের নারীরা এখন স্বাবলম্বী হয়ে উঠছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপক ল উপক ল র ন র চ ষ কর ন সহয গ ত ক জ কর উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।