নোবিপ্রবিতে ২০ মার্চ থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে হল
Published: 18th, March 2025 GMT
জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৭ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছুটি চলকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২০ মার্চ থেকে ৩ এপ্রিল এবং অফিসসমূহ ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।এছাড়াও ৪ এপ্রিল ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ৬ এপ্রিল থেকে শুরু হবে।
আরো পড়ুন:
নোবিপ্রবিতে ২ ছাত্রদল নেতার জন্য মাস্টার্স চালু
নোবিপ্রবিতে কোডিং পদ্ধতিতে পরীক্ষার ফলাফল প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের আদেশক্রমে জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নোবিপ্রবির ক্লাসসমূহ আগামী ২০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম আগামী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জামাদির সংযোগ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ছুটি চলাকালে জরুরি কার্য সম্পাদনের জন্য স্ব-স্ব বিভাগ ও দপ্তর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে হল প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমযান ও ঈদ-উল-ফিতরের ছুটি উপলক্ষে আগামী ২২ মার্চ (শনিবার) থেকে ৪ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল সকাল ৯টা থেকে আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।
শিক্ষার্থীদের হল ত্যাগ করার পূর্বে কক্ষের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ করে এবং দরজা জানালা বন্ধ করে হল ত্যাগের জন্য নির্দেশনা দিয়েছে হল প্রশাসন।
অন্যদিকে, ঈদের ছুটি শেষে আগামী ৬-৮ এপ্রিলের অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে চলমান সকল বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঈদ-উল-ফিতর এর ছুটি শেষে আগামী ৬-৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে চলমান সব বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে। আগামী ৯ এপ্রিল থেকে যথারীতি পরীক্ষা চলবে। স্থগিতকৃত পরীক্ষা সমূহের পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব র জন য পর ক ষ
এছাড়াও পড়ুন:
রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
রাকসু: ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের
রাকসু নির্বাচন: শেষ দিনে ছাত্রদল নেতার প্রার্থিতা প্রত্যাহার
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া অতি জরুরি বিভাগ-পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা ও টেলিফোন যথারীতি চালু থাকবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোটকেন্দ্র একাডেমিক বিল্ডিংগুলোতে হবে, এজন্য ভোটকেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।”
ঢাকা/ফাহিম/সাইফ