রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর এবার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে জ্বালানি সুবিধাগুলিকে কেন্দ্র করে যে কোনও সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা।

মঙ্গলবার যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনের জ্বালানি স্থাপনায় সাময়িকভাবে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন, কিন্তু ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতি অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছেন।

জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধে সীমিত অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরেই বুধবার মস্কো এবং কিয়েভ একে অপরের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ করেছে।

হেলসিঙ্কিতে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ প্রেসি ব্রিফিংয়ে জেলেনস্কি জানান, পুতিনের কথাই যথেষ্ট নয় এবং ইউক্রেন জ্বালানি সুবিধার একটি তালিকা সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং মিত্ররা এটি পর্যবেক্ষণে সহায়তা করবে।

তিনি বলেছেন, “আমি সত্যিই চাই সেখানে নিয়ন্ত্রণ থাকুক। কিন্তু আমি বিশ্বাস করি যে এই নিয়ন্ত্রণের মূল এজেন্ট হওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্র। যদি রাশিয়ানরা আমাদের স্থাপনায় আক্রমণ না করে, তাহলে আমরা অবশ্যই তাদের স্থাপনায় আক্রমণ করব না।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ