বছর ঘুরতেই আসে নতুন আইফোন মডেল। সারাবিশ্বের অ্যাপলভক্তরা নতুন আইফোন নিয়ে থাকেন চরম উত্তেজনায়। হিসাব বলছে, চলতি বছরে বাজারে আসার কথা আইফোন ১৭ মডেল।
ইতোমধ্যে আইফোনের নতুন মডেল ‘১৭ এয়ার’ নিয়ে সরব হয়েছে গুঞ্জন। আগের তুলনায় স্লিক, আরও পাতলা হতে পারে আইফোনের সম্ভাব্য নতুন মডেল। থাকতে পারে পোর্ট-ফি সুবিধা।
সবার আগ্রহের কেন্দ্রে গুরুত্ব পায় দাম। আইফোন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৭ এয়ার মডেলের সম্ভাব্য দাম হতে পারে ৮৯৯ ডলার। দাম বিবেচনায় বলতে গেলে আইফোন ১৬ প্লাস মডেলের মতোই দাম হবে নতুন মডেলের। বাড়তি কর চাপানোর কারণে দেশে দেশে মডেলভেদে দামের পার্থক্য হয় সাধারণভাবে।
নতুনত্বে কী থাকবে
হালকা ওজন ও গড়নে পাতলা হতে পারে নতুন মডেল। নির্মাতা কর্তৃপক্ষ অ্যাপল বলছে, ব্যাটারি পারফরম্যান্সে কোনো দুর্বলতা রাখা হয়নি; বরং নতুন মডেলের সফটওয়্যারে অপ্টিমাইজ করা হয়েছে, যেন সফটওয়্যার তুলনামূলক কম ব্যাটারি ব্যবহার করে। ব্যাটারি সক্ষমতা ছাড়িয়ে যেতে পারে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার।
নতুন আইফোন মডেলে সম্ভাব্য চিপসেট হতে পারে ‘এ১৯’ সিরিজ। র্যাম থাকছে ৮ জিবি। ডিসপ্লের দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। থাকবে ৬.
নতুন কী ফিচার
আইফোন ১৬ মডেলের মতো চার্জ সুবিধায় থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। সিম পোর্টের ক্ষেত্রে বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন হতে পারে।
আইফোন ১৭ এয়ার মডেলে শুধু ই-সিম পোর্ট সুবিধা পাওয়া যাবে। বাজার গবেষকরা বলছেন, আগের মডেলের তুলনায় ‘১৭ এয়ার’ মডেলের দামে খুব বেশি তারতম্য হবে না। ঠিক কবে নাগাদ নতুন মডেল ‘১৭ এয়ার’ ভক্তদের জন্য ছাড় পাবে, তা এখনই নিশ্চিত করে জানায়নি অ্যাপল।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ
বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।
চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।
একনজরে
পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার
সংখ্যা: ২
যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+
অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)
বয়স: ৩৫ বছর
আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগেচাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন ফি: ৫০০ টাকা
যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫