নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্টার্টআপে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য বিস্টা কালেকশন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুল ও অশোকা সাউথ এশিয়া যৌথভাবে আয়োজন করেছে আনলক হার ফিউচার প্রাইজ ২০২৫–দক্ষিণ এশিয়া সংস্করণ। প্রতিযোগিতাটি দক্ষিণ এশিয়ায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নারী উদ্যোক্তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের আঠারো–ঊর্ধ্ব নারী উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। তাঁদের স্টার্টআপ সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে পারবে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয়ীরা এক লাখ মার্কিন ডলার পর্যন্ত ব্যবসায়িক অনুদান পাবেন। এই অর্থ তাঁদের স্টার্টআপের প্রবৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তা করবে। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুলের একাডেমিক কর্মসূচি, নেতৃত্বের শিক্ষা ও দ্য বিস্টার কালেকশনের বৈশ্বিক নেটওয়ার্ক ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগও পাবেন।

প্রতিযোগিতার ধাপ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ ২০২৫।

নির্বাচিত প্রতিযোগীদের অক্টোবরে ফাইনাল পিচিং রাউন্ডের ( চিন্তাে উপস্থাপনা) জন্য আমন্ত্রণ জানানো হবে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হবে নভেম্বর ২০২৫, যুক্তরাজ্যে অনুষ্ঠেয় দ্য বিস্টা কালেকশনের ৩০তম বার্ষিকী অনুষ্ঠানে। নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা পুঁজি, শিক্ষাগত সহায়তা ও বৈশ্বিক সংযোগের সুযোগ পাবেন। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী মাত্র ৩ শতাংশ নারী নেতৃত্বাধীন ব্যবসা ভেঞ্চার ক্যাপিটাল তহবিল পান। এই প্রকল্পের মাধ্যমে সেই ব্যবধান কমিয়ে লৈঙ্গিক সমতার ভিত্তিতে ব্যবসায়িক সমৃদ্ধি নিশ্চিত করাই মূল লক্ষ্য।

গত বছর মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের বিজয়ীরা ইতিমধ্যে তাঁদের ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছেন।

আগ্রহী নারী উদ্যোক্তারা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা নারী উদ্যোক্তাদের জন্য অনন্য সুযোগ। এটি তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে এনং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য়

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা