নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্টার্টআপে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য বিস্টা কালেকশন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুল ও অশোকা সাউথ এশিয়া যৌথভাবে আয়োজন করেছে আনলক হার ফিউচার প্রাইজ ২০২৫–দক্ষিণ এশিয়া সংস্করণ। প্রতিযোগিতাটি দক্ষিণ এশিয়ায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নারী উদ্যোক্তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের আঠারো–ঊর্ধ্ব নারী উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। তাঁদের স্টার্টআপ সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে পারবে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয়ীরা এক লাখ মার্কিন ডলার পর্যন্ত ব্যবসায়িক অনুদান পাবেন। এই অর্থ তাঁদের স্টার্টআপের প্রবৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তা করবে। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুলের একাডেমিক কর্মসূচি, নেতৃত্বের শিক্ষা ও দ্য বিস্টার কালেকশনের বৈশ্বিক নেটওয়ার্ক ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগও পাবেন।

প্রতিযোগিতার ধাপ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ ২০২৫।

নির্বাচিত প্রতিযোগীদের অক্টোবরে ফাইনাল পিচিং রাউন্ডের ( চিন্তাে উপস্থাপনা) জন্য আমন্ত্রণ জানানো হবে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হবে নভেম্বর ২০২৫, যুক্তরাজ্যে অনুষ্ঠেয় দ্য বিস্টা কালেকশনের ৩০তম বার্ষিকী অনুষ্ঠানে। নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা পুঁজি, শিক্ষাগত সহায়তা ও বৈশ্বিক সংযোগের সুযোগ পাবেন। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী মাত্র ৩ শতাংশ নারী নেতৃত্বাধীন ব্যবসা ভেঞ্চার ক্যাপিটাল তহবিল পান। এই প্রকল্পের মাধ্যমে সেই ব্যবধান কমিয়ে লৈঙ্গিক সমতার ভিত্তিতে ব্যবসায়িক সমৃদ্ধি নিশ্চিত করাই মূল লক্ষ্য।

গত বছর মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের বিজয়ীরা ইতিমধ্যে তাঁদের ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছেন।

আগ্রহী নারী উদ্যোক্তারা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা নারী উদ্যোক্তাদের জন্য অনন্য সুযোগ। এটি তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে এনং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য়

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • সাদপন্থীদের ইজতেমা আয়োজন করতে না দেওয়ার দাবি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত