নারী উদ্যোক্তাদের জন্য আনলক হার ফিউচার প্রাইজ ২০২৫ প্রতিযোগিতা শুরু
Published: 20th, March 2025 GMT
নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্টার্টআপে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য বিস্টা কালেকশন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুল ও অশোকা সাউথ এশিয়া যৌথভাবে আয়োজন করেছে আনলক হার ফিউচার প্রাইজ ২০২৫–দক্ষিণ এশিয়া সংস্করণ। প্রতিযোগিতাটি দক্ষিণ এশিয়ায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নারী উদ্যোক্তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের আঠারো–ঊর্ধ্ব নারী উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। তাঁদের স্টার্টআপ সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে পারবে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয়ীরা এক লাখ মার্কিন ডলার পর্যন্ত ব্যবসায়িক অনুদান পাবেন। এই অর্থ তাঁদের স্টার্টআপের প্রবৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তা করবে। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুলের একাডেমিক কর্মসূচি, নেতৃত্বের শিক্ষা ও দ্য বিস্টার কালেকশনের বৈশ্বিক নেটওয়ার্ক ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগও পাবেন।
প্রতিযোগিতার ধাপ
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ ২০২৫।
নির্বাচিত প্রতিযোগীদের অক্টোবরে ফাইনাল পিচিং রাউন্ডের ( চিন্তাে উপস্থাপনা) জন্য আমন্ত্রণ জানানো হবে।
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে নভেম্বর ২০২৫, যুক্তরাজ্যে অনুষ্ঠেয় দ্য বিস্টা কালেকশনের ৩০তম বার্ষিকী অনুষ্ঠানে। নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা পুঁজি, শিক্ষাগত সহায়তা ও বৈশ্বিক সংযোগের সুযোগ পাবেন। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী মাত্র ৩ শতাংশ নারী নেতৃত্বাধীন ব্যবসা ভেঞ্চার ক্যাপিটাল তহবিল পান। এই প্রকল্পের মাধ্যমে সেই ব্যবধান কমিয়ে লৈঙ্গিক সমতার ভিত্তিতে ব্যবসায়িক সমৃদ্ধি নিশ্চিত করাই মূল লক্ষ্য।
গত বছর মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের বিজয়ীরা ইতিমধ্যে তাঁদের ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছেন।
আগ্রহী নারী উদ্যোক্তারা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা নারী উদ্যোক্তাদের জন্য অনন্য সুযোগ। এটি তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে এনং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য়
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার
বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৫.০০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেটের কাজ জানতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছরের এই ব্যাংকে চাকরি করার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫বয়স: ৩০ এপ্রিল ২০২৫ সর্বোচ্চ ৩২ বছর।
বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫২,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫