জামালপুরে ‘পাওনা টাকা’ দেওয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গরু চুরির অপবাদ দিয়ে ঘরের মধ্যে আটকে রেখে তাকে মারধর করা হয় বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে জড়িতদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- মো. ইলিয়াস (২৫) ও মো.

মিজানুর রহমান।

গত বুধবার জামালপুর সদর উপজেলার শাহবাজপুরের পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী যুবকের নাম মামুন। তিনি পেশায় রাজমিস্ত্রি। তিনি শাহবাজপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নির্যাতনের ঘটনায় জামালপুর থানায় ২১ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হাকিম।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাজমিস্ত্রি মামুন তার কাজের টাকা পেতেন পূর্বপাড়া গ্রামের তালুকদার বাড়ির হাসমত তালুকদারের কাছে। গত বুধবার সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে মামুনকে ডেকে নেওয়া হয় হাসমত তালুকদারের বাড়িতে। টাকা নিয়ে কথা কাটাকাটির পর গরু চুরির অপবাদ দিয়ে সেখানে মামুনকে প্রচণ্ড মারধর করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে পুলিশ। প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মামুনকে নির্যাতন করার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 
 
মামুনের মা মাজেদা বেগম বলেন, “বুধবার সন্ধ্যার আগে আমার ছেলে বাজার নিয়ে বাড়িতে আসে। এর আগে হাসমত তালুকদার তাকে ফোন করে বলে পাওনা টাকা দিবে। টাকা নেওয়ার জন্য গেলে তার সঙ্গে আমার ছেলেন কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়িতে ডাকাত, গরু চোর বলে চিৎকার করে লোকজনকে ডাকেন হাসমত তালুকদার। পরে আমার ছেলেকে ৫-৭ জন মিলে বাঁশের লাঠি ও রড় দিয়ে মারধর করে। এরপর শরীরে রড ঢুকিয়েছে।” 

তিনি আরো বলেন, “আমার একটাই ছেলে সংসারে উপার্জনক্ষম। বাবা পাগল, ওর ঘরে দুই সন্তান রয়েছে। আমি আমার ছেলেকে যারা মেরেছে তাদের শাস্তি দাবি করছি।”

 নারায়ণপুর পুলিশ তদন্তের উপ-পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, “৯৯৯-এ চোর আটকের খবর পেয়ে  ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ঘটনা জানতে পারি। আহতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/শোভন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ আম র ছ ল

এছাড়াও পড়ুন:

মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল

মজিদের সেঞ্চুরি ও হায়দারের ঝড়ে ময়মনসিংহের ৫৫৫

জাতীয় ক্রিকেট লিগে নবাগত ময়মনসিংহ দারুণভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথম ইনিংসে মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামের পর এবার সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ। অধিনায়ক শুভাগত হোম ও আবু হায়দারও খেলেছেন ঝোড়ো ইনিংস। তিনজনের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে বল হাতে শুরুও করেছে ভালো—প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলে ফিরেছে ড্রেসিংরুমে।

২ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। তবে ২২ রান যোগ করতেই পড়ে যায় আরও দুটি উইকেট। এরপর মজিদ ও শুভাগত গড়েন ১৩০ রানের জুটি। ৮৬ বলে ৬৫ রান করে শুভাগত আউট হওয়ার পর মজিদ জুটি গড়েন তাহজিবুল ইসলামের সঙ্গে (২১)। ষষ্ঠ উইকেটে আসে ৩৪ রান। এরপর হায়দারকে সঙ্গে নিয়ে মাত্র ৪২ বলেই সপ্তম উইকেটে তোলেন ৭৭ রান। ৩৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেন হায়দার। অপর প্রান্তে ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন মজিদ। ১১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি।

সেঞ্চুরি হাতছাড়া মুমিনুলের৯২ রানে আউট হয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২