ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মুসল্লিরা। এ ছাড়া গাজায় হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গতকাল জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস। সেখানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাব, তারা যেন গণহত্যা বন্ধে জাতিসংঘসহ অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে উদ্যোগ নেয়। ভারতের উদ্দেশে তিনি বলেন, যদি আওরঙ্গজেবের সমাধিস্থলে হাত দেওয়া হয়, তাহলে এ দেশের মুসলমানরা বসে থাকবে না। প্রয়োজনে আওরঙ্গজেবের সমাধিস্থলের দিকে লংমার্চ করা হবে।
সংগঠনটির নায়েবে আমির আহমেদ আলী কাসেমী বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতে মুসলমানদের ওপর আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে। বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে তা ছাত্র-জনতা প্রতিহত করবে।
সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরের নেতারাও বক্তব্য দেন।

অন্যদিকে, জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখান থেকে বাংলাদেশ মুসলিম সমাজসহ মিছিল বের করে বিভিন্ন ইসলামী সংগঠন। এ সময় ফিলিস্তিনে মুসলমানদের রক্ষায় বিশ্বের সব মুসলমানকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
গাজায় গণহত্যার প্রতিবাদ ও বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইসরায়েলি হামলার প্রতিবাদে আগে থেকেই কর্মসূচি ঘোষণা করে অনেক সংগঠন। তবে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ‘পুনর্বাসন প্রচেষ্টার’ প্রতিবাদেও বিক্ষোভ হওয়ার কথা ছিল। এসব কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকে বায়তুল মোকাররমের সামনে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সরেজমিন দেখা যায়, পল্টন মোড়ে ঢাকা মহানগর পুলিশের জলকামান ও এপিসি কার রাখা। পাশাপাশি দুটি প্রিজন ভ্যানও প্রস্তুত রাখে। বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি প্রবেশপথে ছিল কঠোর নজরদারি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। নাইটিংগেল মোড়েও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তার স্বার্থে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগ তল্লাশি করে পুলিশ। গোয়েন্দা পুলিশের সদস্যরাও বিশেষ জ্যাকেট পরে নজরদারি চালান। 

গাজায় হামলার নিন্দা মির্জা ফখরুলের
ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে গাজায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিন উপত্যকাটি যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী।

নেতানিয়াহুকে গ্রেপ্তার দাবি সিপিবির
ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার পুরানা পল্টন মোড়ে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে সিপিবির প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রেস ক্লাবের সামনে বাসদের বিক্ষোভ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বর্বরতার প্রতিবাদ এবং সেখানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সদস্য জুলফিকার আলী ও নগর কমিটির সদস্য খালেকুজ্জামান লিপন। সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

ইসরায়েলি, মার্কিন ও ভারতীয় পণ্য বর্জনের শপথ
গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি, মার্কিন ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে শপথ নিয়েছে আমজনতার দল। দলটির সদস্য সচিব তারেক রহমান শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে উপস্থিত সবাইকে শপথ পড়ান। এর আগে তারা মিছিল নিয়ে পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকে রওনা হলে সেনাসদস্যরা তাদের বায়তুল মোকাররমের দিকে ঘুরিয়ে দেন। কিছুক্ষণ সড়কে স্লোগান দিয়ে প্রেস ক্লাবের দিকে মিছিল নিয়ে যান।
এ ছাড়া গাজায় হামলার প্রতিবাদে হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, পিরোজপুর, শরীয়তপুর, রাঙামাটি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, যশোর, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ক রব র র সদস য ইসর য় ল র স মন বর বর ফখর ল ইসল ম গতক ল ম সলম

এছাড়াও পড়ুন:

ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা

বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সাড়ে চারটায় জামায়াত

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলন

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সম্পর্কিত নিবন্ধ