হাতির আক্রমণে মৃত্যু, শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ
Published: 22nd, March 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে শিশুটির মা। হাতির আক্রমণ থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ওই শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করেন এলাকাবাসী।
শনিবার (২২ মার্চ) সকালে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক অবরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) রাত ২টার দিকে কর্ণফুলীর কেইপিজেড এলাকায় বন্য হাতির দল আক্রমণ করে। এ সময় মো.
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, স্থানীয়রা হাতির আক্রমণ থেকে রক্ষায় সড়ক অবরোধ করেছেন। বন্য হাতি যাতে আর লোকালয়ে এসে কোন হামলা চালাতে না পারে, আর কোনো প্রাণহানি যেন না ঘটে এ ব্যাপারে বন বিভাগ এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা/রেজাউল/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে