শ্রীপুরে শ্রমিককে মারধরের জেরে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার
Published: 22nd, March 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে কারখানার এক শ্রমিককে মারধরের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শনিবার বেলা দেড়টা থেকে মহাসড়কের নয়নপুর এলাকায় এক্সিস নিটওয়্যার লিমিটেড কারখানার প্রায় দুই হাজার শ্রমিক কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা তিনটার দিকে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল গিয়ে শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
শ্রমিকদের ভাষ্য, আজ সকাল ১০টার দিকে কারখানার সুপারভাইজার আল আমিন কর্মস্থলে এসে মোশাররফ হোসেন নামের এক শ্রমিককে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাঁকে সজোরে লাথি মেরে মেশিনের ওপর ফেলে দেন। এতে মোশাররফের শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিক্ষুব্ধ শ্রমিক মো.
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, শ্রমিকেরা যে দাবিগুলো করেছেন, তা নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে বেলা পৌনে তিনটার দিকে তাঁরা মহাসড়ক থেকে সরে যান। এ ছাড়া একজন শ্রমিককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।